মালিহা আক্তার (৬) ও আব্দুল্লাহ ইবনে ওমর (৩) ভাইবোন। গতকাল শুক্রবার দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়। মেঝেতে দু’জনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ সময় পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তাদের মা। গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার ঘটনা এটি।

গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দীর্ঘ প্রবাসজীবন শেষে বছরখানেক আগে দেশে ফেরেন বাতেন। পিকআপের ব্যবসা করেন। পরিবার নিয়ে রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

আব্দুল বাতেন জানান, প্রায় ১৭ বছর মালয়েশিয়ায় ছিলেন। সেখানে ব্যবসা করতেন। দেশে ফিরে পিকআপ ব্যবসা করছেন। বেলা ২টা ৪০ মিনিটে বাসা থেকে পিকআপ স্ট্যান্ডে যান। স্ত্রী ও তিন সন্তানকে বাসায় রেখে যান। যাওয়ার সময় দেখেন, মালিহা ও আব্দুল্লাহ ঘুমাচ্ছে। বড় মেয়েটা সজাগ। সে পাশে চাচার বাসায় চলে যায়। ৪টা ৩৫ মিনিটে বাসা থেকে বাতেনকে কল করে খবর জানানো হয়। দৌড়ে এসে দেখেন বাসাভর্তি মানুষ। এর বাইরে আর কিছু বলতে পারেন না। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আল্লাহ ভালো জানেন। তবে কেউ না কেউ তো আমার অবুঝ সন্তান দুটিকে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।’

প্রতিবেশীরা জানান, শুক্রবার দুপুরে মা সালেহা বেগম মাথাব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, ঘরের মঝেতে পড়ে আছে দুই শিশুর রক্তাক্ত লাশ।
গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী অঞ্চলের উপকমিশনার এন এম নাসির উদ্দির জানান, দুপুরে খেয়ে শিশু দুটি ঘুমিয়ে পড়ে। পাশের ঘরে তাদের মা ঘুমিয়ে ছিল। এ সময় দরজা খোলা ছিল। তিনি বলেন, ‘মায়ের মানসিক বা নিউরো সমস্যা ছিল, ওষুধও খায়। কিন্তু দুই সন্তানকে হত্যা করেছেন–এমনটা আমরা মনে করছি না।’
এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা ও বাবাকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানান টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। ওসি বলেন, শিশু দুটির মাথা, বুক ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো.

জাহিদুল হাসান সমকালকে বলেন, স্বামী-স্ত্রীর কলহে দুটি শিশু হত্যার শিকার হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ