পাকিস্তানের কাছে হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ
Published: 19th, April 2025 GMT
বছরের শুরুতে উইন্ডিজের কাছে সিরিজ হেরেই শেষ হয়েছিল সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার আশা। গত বৃহস্পতিবার ক্যারিবীয় মেয়েদের কাছে হেরেই হুমকির মুখে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। তাই বলে সবকিছু একেবারে শেষ হয়ে যায়নি। আজ শেষ গ্রুপ ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপের টিকিট পেয়ে যাবেন জ্যোতি-শারমিনরা। এমনকি অল্প ব্যবধানে হারলেও বিশ্বকাপে যাবেন তারা। এজন্য অন্যান্য খেলার ফলের ওপর নির্ভর করতে হবে।
বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছিল বাংলাদেশের মেয়েরা। রেকর্ডের পর রেকর্ড গড়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছিল তারা। কিন্তু চতুর্থ ম্যাচে এসে হোঁচট খায় বাংলাদেশ। উইন্ডিজের কাছে হারে ৩ উইকেটে। অথচ এ ম্যাচ জিততে পারলে পাকিস্তানের মতো তারাও এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট পেয়ে যেত। কিন্তু এ দিন ব্যাটিং-বোলিং উভয় বিভাগে ব্যর্থ হয় তারা। ব্যাটিংয়ে দারুণ ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মাত্র ৫ রানে বোল্ড হয়ে যান। ফারজানা ও শারমিন বড় জুটি গড়লেও অন্যরা ব্যর্থ হন। বল হাতে ক্যারিবীয়দের চাপে রাখতে পারলেও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি নাহিদা-ফাহিমারা।
ছয় দলের এই বিশ্বকাপ বাছাই পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে। টানা চার ম্যাচ জিতে ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। চার ম্যাচে তিন জয় নিয়ে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। চার ম্যাচের দুটি জিতে তাদের পরে আছে স্কটল্যান্ড ও উইন্ডিজ। আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের আসর শেষ হয়ে গেছে। দ্বিতীয় স্থানের জন্য এখন বাংলাদেশ, স্কটল্যান্ড ও উইন্ডিজের মধ্যে লড়াই হচ্ছে।
এ তিন দলের মধ্যে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। আজ পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে তাদের। হেরে গেলেও সুযোগ থাকবে। এর কারণ হলো বাংলাদেশের নেট রান রেট (১.
২০২৫ নারী বিশ্বকাপের আসর বসবে সেপ্টেম্বর–অক্টোবরে ভারতে। বাংলাদেশ মাত্র একবারই ৫০ ওভারের টুর্নামেন্টটি খেলেছে, ২০২২ সালে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ বক প র উইন ড জ
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।