হাজার হাজার আফগানকে বহিষ্কার করছে পাকিস্তান
Published: 20th, April 2025 GMT
পাকিস্তান চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনেরও বেশি আফগানকে ফেরত পাঠিয়েছে। জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান অবৈধ আফগান এবং যাদের অস্থায়ীভাবে থাকার অনুমতি ছিল তাদের বহিষ্কারের অভিযান শুরু করেছে। ৮০ হাজারেরও বেশি আফগানকে ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তালেবান কর্মকর্তারা বলছেন, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ পরিবারকে পাঠানো হচ্ছে। আগামী মাসগুলোতে প্রায় ২০ লাখ লোক দেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
তালেবান কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কাবুলে গেছেন। তার প্রতিপক্ষ আমির খান মুত্তাকি আফগানদের ফেরত পাঠানো সম্পর্কে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
সীমান্তে বহিষ্কৃত কিছু আফগান জানিয়েছেন, তাদের পরিবার সংঘাতের কারণে পালিয়ে আসার পর তারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, ৩৫ লাখেরও বেশি আফগান পাকিস্তানে বসবাস করছে, যার মধ্যে প্রায় সাত লাখ লোক রয়েছে যারা ২০২১ সালে তালেবানদের ক্ষমতা দখলের পর এসেছিল। জাতিসংঘের অনুমান, তাদের অর্ধেকই অনিবন্ধিত।
পাকিস্তান কয়েক দশক ধরে যুদ্ধের মধ্য দিয়ে আফগানদের আশ্রয় দিয়েছে। কিন্তু পাকিস্তান সরকার জানিয়েছে, শরণার্থীর সংখ্যা বৃদ্ধি এখন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে এবং জনসেবা প্রদানের উপর চাপ সৃষ্টি করছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত