কয়েক মাস আগে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এ ঘটনার পর নিজের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেন। এরই মধ্যে কাতারের দ্বীপে বাড়ি কিনে আলোচনার জন্ম দিয়েছেন। প্রশ্ন উঠেছে, নিজের নিরাপত্তার জন্যই কী বিদেশে বাড়ি কিনলেন নবাব পতৌদি?
কাতারের দোহার দ্য সেন্ট রেজিস মার্সা অ্যারাবিয়া আইল্যান্ডে বাড়ি কিনেছেন সাইফ আলী খান। এ বিষয় তিনি বলেন, “আমি যখন দ্বিতীয় বাড়ি কেনা বা ছুটি কাটানোর কথা ভাবি, তখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নিরাপত্তা। আমি শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিলাম। সুন্দর নির্জন একটা দ্বীপ। জায়গাটা এতটাই মনে ধরেছিল যে, ভেবেছিলাম যদি কোনো দিন এমন একটা জায়গায় থাকতে পারি।”
দ্বীপে বাড়ি কেনার কারণ ব্যাখ্যা করে সাইফ আলী খান বলেন, “বাড়িটি খুব বেশি দূরে নয়, সহজেই সেখানে যাওয়া যায়। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি খুব নিরাপদ এবং সেখানে থাকতে খুব ভালো লাগে। দ্বীপের মধ্যে দ্বীপের ধারণাটিও খুব বিলাসবহুল, সুন্দর এবং বসবাসের জন্য সত্যিই চমৎকার জায়গা।”
আরো পড়ুন:
পলকের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সাইফের পুত্র ইব্রাহিম
ব্যবসায়ীকে সাইফের মারধরের অভিযোগ, ঘটনার বর্ণনা দিলেন অমৃতা
খানিকটা ব্যাখ্যা করে সাইফ আলী খান বলেন, “আপনি যখন সেখানে বসবাস করবেন, তখন আপনার বেশ কিছু অনুভূতি হবে। যেমন— সেখানকার দৃশ্য, খাবার, জীবনযাপনের ধরন, জীবনযাত্রার গতি ইত্যাদি। আর এসবই বাড়িটি কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।”
ব্যক্তিগত জীবনে কারিনা কাপুর খানের সঙ্গে ঘর বেঁধেছেন সাইফ আলী খান। এ সংসারে দুটো পুত্রসন্তান রয়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে সেখানে ঘুরতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন সাইফ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন য
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব