সত্তর ও আশির দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। অভিনয়গুণে দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রের সংকটময় এই দিনে দীর্ঘদিন ধরে ববিতাকে রুপালি পর্দায় দেখছেন না তার ভক্তকুল। চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেও নেই নিযুত-কোটি দর্শকের এই প্রিয় মুখ।
এদিকে খবর রটেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই নায়িকা। এমনকি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার নাম ও ছবি ব্যবহার করে পোস্ট করা হয়, যেখানে ববিতাকে হাতে ক্যানুলা লাগানো অবস্থায় দেখা যায় এবং বলা হয়, তিনি ঘরবন্দি ও অসুস্থ।
এই ধরনের গুজবে ভীষণ ক্ষুব্ধ ও বিব্রত অভিনেত্রী ববিতা। সম্প্রতি ছেলের সঙ্গে কিছু সময় কানাডায় কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। দেশে ফিরে এসব ভুয়া খবরে হতবাক। এ বিষয়ে ববিতা বলেন, “আমি একদম ঠিকঠাক আছি। ছেলের কাছ থেকে কয়েক মাস বেড়িয়ে এলাম। আপাতত দেশে আছি, নিজের মতো করে জীবনটা কাটছে।”
আরো পড়ুন:
সরকারি অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
‘কাউকে চড় মারলে অসুবিধা নেই, চুমু খেলেই যত দোষ’
সবাইকে সতর্ক করে ববিতা বলেন, “আমাদের পরিবারের কেউই ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের ফাঁদে কেউ পা দেবেন না। এমন আচরণ যারা করছেন, তাদের বিশ্বাস করবেন না।”
যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, তারা ভবিষ্যতে রাষ্ট্র বা সমাজবিরোধী তথ্য ছড়াতেও পিছপা হবেন না বলেও মনে করেন ববিতা।
কিংবদন্তি অভিনেত্রী ববিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুত্র এখন পয়সাওয়ালা’। ২০১৫ সালে মুক্তি পায় এটি। তারপর আর কোনো নতুন প্রজেক্টে তাকে দেখা যায়নি। তবে তার জনপ্রিয়তা এবং চলচ্চিত্রে অবদানের কথা আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন কোটি দর্শক।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট