নিখোঁজের পর দিন পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
Published: 29th, April 2025 GMT
কুমিল্লার লাকসামে নিখোঁজের পর দিন পুকুর থেকে জিহাদ হোসেন (৭) ও শাব্বির হোসেন মহিন (১০) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে পৌরশহরের গুনতি গ্রামে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হচ্ছে- লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন এবং মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন। তারা স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী ও শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর দুই শিশু নিখোঁজ হয়। তারা বিকেলের দিকে খেলাধুলা করতে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাদের স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোরে স্থানীয় একটি পুকুরে শিশুদের মরদেহ ভাসতে দেখেন এক ব্যক্তি। পরে শিশুদের স্বজন ও এলাকাবাসী পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ মরদেহ দুটির ময়নাতদন্তের উদ্যোগ নেয়। কিন্তু পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র মরদ হ
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫