ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হবেন এই সিদ্ধান্ত আগামী সপ্তাহে হবে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গোপনীয়তার কারণে এখনই আলোচনার অগ্রগতি সম্পর্কে কথা বলা সম্ভব নয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিবিএফ-এর পরিচালক রদ্রিগো কায়তানো।

তিনি বলেন, ‘সিবিএফে আমি, হুয়ান (নির্বাহী কর্মকর্তা) ও সভাপতি নিয়মিত (এডনাল্ডো রদ্রিগুয়েজ) নিজেদের মধ্যে বৈঠক করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব পরবর্তী কোচের নাম চূড়ান্ত করতে। আলোচনা ও গোপনীয়তার কারণে এখনই এ বিষয়ে বিস্তারিত কথা বলা যাচ্ছে না। আমরা জানি, ব্রাজিলের কোচ নিয়োগ জাতীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহের দিকে আমরা সিদ্ধান্তে আসতে পারবো বলে মনে করছি।’

ব্রাজিলের পরবর্তী কোচ হতে পারেন কার্লো আনচেলত্তি। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে আছেন। সংবাদ মাধ্যমের মতে, ২৫ মে রিয়ালের লিগ মৌসুম শেষ হবে। এরপরই ব্রাজিলের ডাগ আউটে আসবেন ডন কার্লো। এমনকি মৌসুম শেষ হওয়ার এক সপ্তাহ আগেও তিনি সেলেসাওদের সঙ্গে চুক্তি করে ফেলতে পারেন।

তবে সবকিছু নির্ভর করছে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচের ফলের ওপর। আগামী ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকো খেলবে দুই দল। ঘরের মাঠের ওই ম্যাচে কাতালানরা জিতলে লা লিগার আশা ছেড়ে দেবে রিয়াল। আর জিতলে শেষ ম্যাচ পর্যন্ত শিরোপা লড়াই চালিয়ে যাবে লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে হারলে আগেভাগেই চাকরি ছেড়ে ব্রাজিলে আসতে পারেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।

কার্লো আনচেলত্তির বিকল্পও ভেবে রেখেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তাকে না পেলে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে দায়িত্ব দেবে সেলেসাওরা। জেসুস সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলালের চাকরি ছেড়েছেন। পূর্বে তিনি ফ্লামেঙ্গো, বেনফিকা, স্পোর্টিংয়ের মতো ক্লাবে দায়িত্ব পালন করেছেন।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল স ব এফ

এছাড়াও পড়ুন:

বাবা-মা হতে যাচ্ছেন নাগা-শোভিতা?

গত বছরের ৪ ডিসেম্বর মডেল-অভিনেত্রী শোভিতা ঢুলিপালারকে বিয়ে করেন নাগা চৈতন্য। বিয়ের সাড়ে চার মাসের মাথায় গুঞ্জন উঠেছে, বাবা-মা হতে যাচ্ছেন এই দম্পতি। মূলত, শোভিতার একটি ছবিকে কেন্দ্র করে জন্ম নিয়েছে গুঞ্জন।

কয়েক দিন আগে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫’-এ যোগ দিয়েছিলেন শোভিতা ও নাগা। তাতে শাড়িতে দেখা যায় শোভিতাকে। এর সঙ্গে মিলিয়ে গহনা পরেন। সিঁথিতে সিঁদুরও দেখা যায়। এ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শোভিতার অন্তঃসত্ত্বা হওয়ার চর্চা শুরু হয়ে।

সত্যি কি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন শোভিতা? এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি শোভিতা কিংবা নাগা। তবে এ দম্পতির ঘনিষ্ঠজন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এ খবর সত্য নয়। অদ্ভুত রকমের গল্প তৈরি করা হচ্ছে।

আরো পড়ুন:

হাসপাতালে অজিত কুমার

‘আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, সে দেখতে চাকরানীর মতো’

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও তখন মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন। গত ২৯ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হয় নাগা চৈতন্য ও শোভিতার গায়েহলুদের অনুষ্ঠান। এর মাধ্যমে এ জুটির প্রাক-বিবাহের অনুষ্ঠানের সূচনা হয়। গত ডিসেম্বরে চার হাত এক হয় এই প্রেমিক জুটির।

শোভিতা অভিনীত ‘গুদাচারি’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। এ সিনেমায় শোভিতার অভিনয় দেখে মুগ্ধ হন নাগা চৈতন্যর বাবা নাগা আক্কিনেনি। পরবর্তীতে শোভিতাকে বাড়িতে আমন্ত্রণ জানান নাগা আক্কিনেনি। সেই সাক্ষাতে চলচ্চিত্র ছাড়াও জীবন নিয়ে নানা আলোচনা করেছিলেন বলে টাইমস অব ইন্ডিয়াকে জানান শোভিতার শ্বশুর। তবে ২০২২ সালে পারিবারিক একটি অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ করেন শোভিতা-নাগা চৈতন্য। তারপর ডুবে ডুবে ২ বছর জল খেয়েছেন এই যুগল।

বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোভিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ছয় বিভাগে তাপমাত্রা বাড়বে, কিছু এলাকায় বৃষ্টির আভাস
  • বরিশালে আদালত কর্মচারীদের ২ ঘণ্টা কর্মবিরতি
  • টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার
  • দ্বিতীয় দিনেও ক্লাসে যাননি কুয়েটের শিক্ষকরা, আজ বৈঠক
  • আমরা এটা সহ্য করব না, কঠোর প্রতিশোধ নেব: নেতানিয়াহু
  • সেল্টাকে হারিয়ে শিরোপা দৌড়ে বার্সাকে চাপে রাখলো রিয়াল
  • শ্রদ্ধার আকাশচুম্বী পারিশ্রমিক
  • শিক্ষক সমিতির আন্দোলন: কুয়েটের অচলাবস্থা নিরসন নিয়ে অনিশ্চয়তা
  • বাবা-মা হতে যাচ্ছেন নাগা-শোভিতা?