ফেনীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। গত ৫ আগস্টের পর এটিই জেলায় দলটির প্রথম কর্মসূচি। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ভোরে শহরের কলেজ রোড থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে এ মিছিল বের হয়। একটি ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে কলেজ রোড এলাকা প্রদক্ষিণ করছেন। মিছিলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থাকলেও জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কোনো নেতাকে দেখা যায়নি।

‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবেন ফিরে বাংলাদেশে’… ইত্যাদি স্লোগান দেয়।

আরো পড়ুন:

পঞ্চগড়ে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শিবিরের বিক্ষোভ

৭ দাবিতে উত্তাল কবি নজরুল কলেজ

ঘটনার পর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ফেসবুকে একটি পোস্টে লেখেন, “ফেনীর পুলিশ প্রশাসন গত কয়েক দিন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নিয়েছেন, তাতে মনে হচ্ছে তাদের যথেষ্ট সক্ষমতা তৈরি হয়েছে। এখন আমরা দেখতে চাই ৪ আগস্টের খুনিদের দ্রুত গ্রেপ্তার করার সক্ষমতা। না হলে আমাদের আর বুঝতে বাকি থাকবে না, ফেনীতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।”

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.

আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। অংশগ্রহণকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।”

ঢাকা/সাহাব/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ আওয় ম

এছাড়াও পড়ুন:

ভারতে ২৪টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা

ভারতে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, রাজস্থান এবং হিমাচল প্রদেশের ২৪টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (বিসিএএস) দেশটির সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সকল বিমানবন্দরে সকল যাত্রীর জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (এসএলপিসি) করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এয়ার মার্শালও মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া, বিসিএএস-এর উদ্ধৃতি দিয়ে এক্সে-এ জানিয়েছে যে, এখন থেকে অভ্যন্তরীণ যাত্রীদের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে এবং চেক-ইন ৭৫ মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ