ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪
Published: 9th, May 2025 GMT
ঢাকার ধামরাইয়ে দুই ব্যক্তিকে প্রাইভেকারে যাত্রী হিসেবে তোলার পর অপহরণ করা হয়েছে। মুক্তিপণ আদায়ের জন্য তাদেরকে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে চার অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পথচারীরা।
শুক্রবার (৯ মে) দুপুরে ধামরাই উপজেলার চাওনা এলাকায় ওই চার অপহরণকারীকে আটক করা হয়। তারা হলেন—জয়নাল (৩৮), মোশারফ হোসেন (৪২), মেহেদী হাসান (২৭) এবং আব্দুল আজিজ (৩২)।
অপরণের শিকার হয়েছিলেন বগুড়ার ধুনট উপজেলার কাশিয়াহাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮) এবং একই এলাকার গোলাম হোসেনের ছেলে টুটুল মিয়া (৩০)।
পুলিশ জানিয়েছে, বগুড়ায় যাওয়ার জন্য শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে আসেন রফিকুল ও টুটুল। তারা গাড়ির জন্য অপেক্ষা করার সময় সেখানে একটি প্রাইভেটকার আসে। প্রাইভেটকারের চালক রফিকুল ও টুটুলকে জিজ্ঞাসা করেন, তারা কোথায় যাবেন? রফিকুল ও টুটুল গন্তব্য জানিয়ে ভাড়া ঠিক করে প্রাইভেটকারে ওঠেন। প্রাইভেটকারে চালকসহ চার জন ছিলেন। প্রাইভেটকারটি বগুড়ার উদ্দেশে রওনা হয়। জিরানী এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা তিন জন রফিকুল ও টুটুলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলেন। পরে তাদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন এবং স্বজনদের কাছে ফোন করে আরো মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীরা রফিকুল ও টুটুলকে বিভিন্ন স্থানে ঘোরাতে থাকেন এবং একপর্যায়ে তাদের ধামরাইয়ের চাওনা এলাকায় নামিয়ে দেন। তখন রফিকুল ও টুটুলের চিৎকার শুনে পথচারীরা এসে প্রাইভেটকারসহ চার জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/সাব্বির/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ছাত্রলীগ নেতাকে অপহরণ করে চাঁদা দাবি, ‘বিএনপির তিন কর্মী’ গ্রেপ্তার
প্রতীকী ছবি