আ.লীগ নিষিদ্ধে সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে ‘মার্চ টু যমুনা’: হাসনাত আবদুল্লাহ
Published: 10th, May 2025 GMT
উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে শাহবাগের গণজমায়েত থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শাহবাগে এনসিপি ও ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের গণজমায়েতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ঘোষণা দেন তিনি। এদিন বিকেল ৩টায় এ গণজমায়েত শুরু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, ছাত্রশিবির, আপ বাংলাদেশসহ বহু সংগঠন একাত্মতা প্রকাশ করে। এসব দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন শাহবাগ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা সাড়ে ৮টায় শাহবাগ থেকে এগিয়ে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের গেটে রাজসিক মোড়ে অবস্থান করব। উপদেষ্টাদের স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো গড়িমসি করবেন না। এখনও আমরা আপনাদের বিশ্বাস করি। আওয়ামী লীগ প্রশ্নটার মীমাংসা আপনারা করে ফেলেন।’
এসময় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান বিন হাদিও একই কর্মসূচির ঘোষণা দেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ হব গ
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে শ্রমিকদল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার
ফরিদপুরে পৃথক স্থান থেকে শ্রমিক দল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আবেদুর রহমান আন্নু নামের এক ব্যক্তির মহদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
আবেদুর রহমান কুষ্টিয়া সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সেক্রেটারি। গত ১৬ নভেম্বর কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হন তিনি।
ফরিদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক তপন কুমার জানিয়েছেন, আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হিয়েছে। নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছেন।
অপরদিকে, মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, অজ্ঞাত ওই ব্যক্তি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধম্যে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/তামিম/রফিক