আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনার সামনে রাত ১১টার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান আসিফ নজরুল। এ সময় তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

এতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা–কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট আওয় ম

এছাড়াও পড়ুন:

এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণে নির্দেশনা দেবে ডিএনসিসি: প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর কোন এলাকায় কত ভাড়া হওয়া উচিত এর একটি নীতিগত নির্দেশনা দিতে যাচ্ছে। ডিসেম্বরে প্রকাশ পেতে পারে এই এলাকাভিত্তিক সম্ভাব্য ভাড়ার তালিকা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএনসিসির নগর ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান সংস্থার প্রশাসক মোহাম্মদ এজাজ। বাড়িওয়ালা–ভাড়াটিয়ার ন্যায্যতা নিশ্চিত করতে এ বৈঠকের আয়োজন করে ডিএনসিসি।

আরো পড়ুন:

ধামরাইয়ে পার্ক করা বাসে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

এ উদ্যোগের পেছনে একটি পোর্টালে গত বুধবার প্রকাশিত বিশেষ প্রতিবেদন ‘ঢাকায় বছর ঘুরলেই বাড়ে বাসা ভাড়া’–এর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

প্রশাসক এজাজ বলেন, “কোন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন কত ভাড়া হতে পারে আমরা সেটির একটি নীতিগত গাইডলাইন দেব। স্থানীয় জমির বর্তমান দামসহ সব বিবেচনায় সম্ভাব্য ভাড়ার তালিকা প্রকাশ করা হবে। ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ করার চেষ্টা করছি।”

তিনি আরো বলেন, “বাড়িভাড়া আইন রয়েছে, তবে অনেকেই জানেন না। আমরা আইনটির ব্যাখ্যা করে ক্যাম্পেইন চালাব, যাতে সবাই সচেতন হয়।”

চুক্তিনামার নমুনা আসছে অনলাইনে
মালিক-ভাড়াটিয়া বিরোধ কমাতে চুক্তিনামার নমুনা ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রশাসক বলেন, “ওয়ার্ডভিত্তিক ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের সমিতি থাকতে হবে। সেখানে সমাধান না হলে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে উভয় পক্ষই কথা বলতে পারবে।”

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ