আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনার সামনে রাত ১১টার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান আসিফ নজরুল। এ সময় তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

এতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা–কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপদ ষ ট আওয় ম

এছাড়াও পড়ুন:

বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীকে গনধর্ষণ

বন্দরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্যাস্ট  হাউজে আটকে রেখে এক যুবতীকে গনধর্ষণের ঘটনায়  ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বন্দর উপজেলা  মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যাস্ট হাউজে এ গনধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ধর্ষীতা যুবতী বাদী হয়ে লম্পট ধর্ষক ডালিম(৩৭), মারুফ(৩৫) ও উজ্জল(৪৮) কে আসামী করে  বন্দর থানায় এ  মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬(১২)২৫।

পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  দুপুরে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

মামলা তথ্য সূত্রে জানাগেছে,  নরসিংদী জেলার শিবপুর উপজেলার (২২) এক যুবতীর গত ২৭ নভেম্বর  চিটাগাং রোড ওবার ব্রিজের নিচে  ডালিম নামে  যুবকের সঙ্গে পরিচয় হয়। এ সুবাধে গত পহেলা ডিসেম্ভর চাকরী দিতে পারবে বলে  মদনপুর বাসস্ট্যান্ড আসতে বলে ডালিম।

পরদিন  ২ ডিসেম্ভর সকালে  বন্দর থানাধীন  মদনপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে ডালিম তাকে স্যারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যাস্ট হাউজে নিয়ে আটক করে রাখে। পরে  ডালিম সহ ৩ জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে।

এক পর্যায়ে যবতীর ডাক চিৎকার দিতে চাইলে ভয়ভীতি দেখায়।  পরবর্তীতে ওই যুবতী  অসুস্থ হয়ে পরলে  তার বড় বোন রিতা বেগম (৪০) হাসপাতালে ভর্তি করেন। পরে  নয়ন নামে এক নামে একজনের মাধ্যমে ধর্ষকদের নাম  ঠিকানা সংগ্রহ করে বন্দর থানায় মামলা দায়ের করেন ধর্ষীতা যুবতী।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, গনধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের  জন্য  অব্যহত রয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ