ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৫ দিনের ছুটি ঘোষণা করার পর হল ছেড়েছেন অধিকাংশ শিক্ষার্থী। তবে জীবনের ঝুঁকি নিয়ে অনেক শিক্ষার্থী এখনো হলে রয়ে গেছেন।

রবিববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। এদিন প্রত্যেক বিভাগীয় শহরের জন্য বাসের ব্যবস্থা করেছে ডাকসু। তাদের দেওয়া বাসগুলো সব একযোগে ক্যাম্পাস ছেড়ে যায়।

আরো পড়ুন:

হল খালির বিষয়ে ঢাবি প্রক্টরের জরুরি বার্তা

ভূমিকম্প: শিক্ষার্থীদের নিরাপত্তায় ২ সপ্তাহ বন্ধ ঢাবি, হল ছাড়ার নির্দেশ

এর আগে, শনিবার রাতে ভূমিকম্প আতঙ্কে প্রথমে এক দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে সেটাকে বাড়িয়ে ১৫ দিন করা হয়। 

রবিবার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিল।

সে অনুযায়ী, বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রীদের পাঁচটি হলের শিক্ষার্থীদের বাধ্যতামূলক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আর ছেলেদের হলে যারা থাকতে চান, তাদের নিজ দায়িত্বে থাকতে বলা হয়।

তবে হল ছাড়ার নির্দেশে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যে শিক্ষার্থীরা চাকরি করছেন কিংবা টিউশন করাচ্ছেন, তারা হল ছাড়তে চাচ্ছেন না। তবে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের অধিকাংশ শিক্ষার্থীই হল ছেড়েছেন।

শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন, বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ সংকটের স্থায়ী সমাধান নয়। কোনো আশ্বাস না দিয়েই হল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

আবার কিছু শিক্ষার্থী বলেছেন, হাজী মুহম্মদ মুহসীন হল ঝুঁকিপূর্ণ। তাই সেখানকার শিক্ষার্থীরা হলের কর্মচারীদের ভবন দখলে নিয়েছিলেন। সেখান থেকে তাদের সরানোর জন্যই প্রশাসন হল বন্ধের ঘোষণা দিয়েছে।

তবে অধিকাংশ শিক্ষার্থীই প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা হল ত্যাগও করছেন। হল ত্যাগ করা শিক্ষার্থীরা বলছেন, হলে থাকতে আতঙ্কিত বোধ করছেন। কারণ, হল পুরোনো ও ঝুঁকিপূর্ণ।

নির্দেশনা আসার পরও কেন হলে থাকছেন জানতে চাইলে কবি জসিমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, “আমার আগামী মাসে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা আছে। এখন হল ছাড়লে আমি কীভাবে প্রস্তুতি নেব? আমার তো ঢাকায় কেউ নেই।”

প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, “টানা ভূমিকম্পে একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের অধিকাংশ হলই ঝুঁকিপূর্ণ। এজন্য সবসময় মনের মধ্যে একটা ভয় কাজ করছে। বাড়িতে মা-বাবা সবসময় চিন্তায় থাকেন। এজন্য হল ছাড়ার নির্দেশে বাড়িতে চলে যাচ্ছি।”

এর আগে, দুই দিনের ভূমিকম্পে ঢাবিতে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হন। অনেকেই জরাজীর্ণ হলে থাকতে আতঙ্কিত বোধ করছিলেন।

হলে হলে বিশেষজ্ঞ টিম
ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য বুয়েটের একজন বিশেষজ্ঞ সদস্যের সমন্বয়ে প্রকৌশল দলের হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিভিন্ন হলের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে। 

বুয়েটের অধ্যাপক ড.

ইশতিয়াক আহমেদের নেতৃত্বে রবিবার সকালে হাজী মুহম্মদ মুহসীন হল এবং দুপুরে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল পরিদর্শন করে। জানা গেছে, পর্যায়ক্রমে অন্যান্য হলও পরিদর্শন করা হবে।

সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সংস্কার কাজ চলমান রয়েছে।

ঢাকা/সৌরভ/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হল ছ ড় র ন র দ শ ভ ম কম প র জন য আতঙ ক

এছাড়াও পড়ুন:

ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৬ ডিসেম্বর শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয় সভায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাতের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয়। পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।

সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। তারা ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার বলে মতামত দেন। ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করার কথাও বলেন তারা।

তবে বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিবলিওথেরাপি: বইয়ের মাধ্যমে মনের আরোগ্য
  • পাকিস্তানের সিন্ধু প্রদেশ একদিন ভারতের অংশ হবে: রাজনাথ সিং
  • রূপগঞ্জে গার্মেন্টসে ‘ভূমিকম্পের  ফাটল’ আতঙ্ক, ছুটি ঘোষণা
  • এখন অনেকেই বলছে, আমিও ১০০ টেস্ট খেলবো: নাজমুল
  • ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতি নিরীক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়: অনেকে হল ছাড়ছেন, দ্বিধাদ্বন্দ্বে
  • ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ
  • ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ঢাবি ১৫ দিন বন্ধ
  • ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা