Risingbd:
2025-05-12@10:46:46 GMT

সকালেই স্বস্তির বৃষ্টি

Published: 12th, May 2025 GMT

সকালেই স্বস্তির বৃষ্টি

সাত সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজলো ঢাকা। কালো মেঘে সকালেই সাঁঝের আবহ তৈরি হয়। বইতে শুরু করে ঝড়ো হাওয়া। এরপর কিছু স্থানে নামে স্বস্তির বৃষ্টি। 

সোমবার (১২ মে) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ বৃষ্টি ঝরে আধা ঘণ্টার মতো। আজ সারা দিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার রাতেও সামান্য বৃষ্টি হয়। এতে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা হলেও ফেরে স্বস্তি।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামীকাল সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৫২ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। পূর্ব ঘোষণা দিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে অবস্থান নেয় তারা।

পরে ৭ দফা দাবি দিয়ে তারা মহাসড়ক ছেড়ে উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চের দিকে চলে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পেশ করা তাদের দাবিগুলো হল-, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে জঙ্গী সংগঠন হিসেবে ঘোষণা করা; তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর বিচারের আওতায় এনে সাংবিধানিকভাবে স্থায়ী নিষিদ্ধ করা; তাদের নেতাদের সেইফ এক্সিট কারা দিয়েছে তাদের তালিকা প্রকাশ করা; যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগের বিভিন্ন প্রাণহানীমূলক রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত তাদের বিচারের আওতায় আনা; অবিলম্বে দণ্ডবিধির ১৩২ ধারা বাতিল করা; জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে করে রায় কার্যকর করা এবং আওয়ামী লীগ পূনর্বাসনের অভিযোগ যেসব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে এবং যারা নিয়মিত অফিস করেন না, তাদের বিরুদ্ধে অতি দ্রুত তদন্ত শুরু করা এবং সকল সুশীল উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা। খবর বাসসের

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে তারা আগামীকাল শনিবার বিকেলে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেডের ঘোষণা দেওয়া হয়েছে।

অবরোধ প্রসঙ্গে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত ডিআইজি মো. মহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো পেশ করে চলে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ

  • বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
  • ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
  • ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
  • তাপ কিছুটা কমেছে, কয়েক জেলায় বৃষ্টি শুরু
  • তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের আট জেলা
  • ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর
  • তাপপ্রবাহ কমতে পারে কবে, আছে বৃষ্টির সুখবর
  • দুই ঘণ্টার শ্রম বিক্রির হাট
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ