মিশা সওদাগরের ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’
Published: 15th, May 2025 GMT
এক ব্যক্তিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করছেন, আক্রান্ত ব্যক্তি ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর।
গতকাল বুধবার রাতে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওটি নিয়ে আলোচনার মধ্যে চিত্রনায়িকা রেসি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান ফেসবুকে লিখেছেন, ভিডিওর ব্যক্তিটি মিশা সওদাগর নন। রেসি লিখেছেন, ‘একটি ভুয়া ভিডিও ব্যবহার করে মিশা সওদাগর ভাইয়ার নামে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।’
বিষয়টি নিয়ে মিশা সওদাগরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে আছেন মিশা সওদাগর। খোঁজ নিয়ে জানা গেছে, মিশা সওদাগর বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের ডালাসে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।
বৃহস্পতিবার মিশার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীর বেশ কিছু স্থানে সভা–সমাবেশ ও মিছিল নিষিদ্ধের ঘোষণা
রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২–এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও অনুরোধ জানায় ডিএমপি।