সোনারগাঁয়ে মহাসড়কের পাশ থেকে ২ যুবকের লাশ উদ্ধার
Published: 21st, May 2025 GMT
সোনারগাঁয়ে মহাসড়কের পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (২১ মে) কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৩২-৩৫ বছরের মধ্যে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদ জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাস স্ট্যান্ড এলাকা এবং পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, লাশ দুটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও য বক ন র য়ণগঞ জ হ ইওয় তদন ত
এছাড়াও পড়ুন:
বাড্ডার সাতারকুলে কাভার্ড ভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানটি তাঁদের চাপা দেয়।
নিহত ব্যক্তিরা হলেন আশরাফ আলী (৪৫) ও নেহার বেগম (৪০)।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান রাস্তা পার হওয়ার সময় আশরাফ আলী ও নেহার বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাসংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।