ঘোষণা দেওয়া হয়েছিল, কনটেইনারে আছে কমলালেবু। কিন্তু, গোপনে তথ্যের ভিত্তিতে কনটেইনার খুলে কমলালেবুর কার্টনে পাওয়া গেছে ১ কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট। এর মাধ্যমে অন্তত ৩০ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা চালিয়েছিল অসাধু আমদানিকারক।
বৃহস্পতিবার (২২ মে) চট্টগ্রাম বন্দর কাস্টমস কর্তৃপক্ষ কমলালেবুর আড়ালে আমদানি করা সিগারেটের চালানটি জব্দ করেছে।
চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার কাজী রাইহানুজ জামান জানিয়েছেন, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন ফ্রেশ নেভাল অরেঞ্জ ঘোষণা দিয়ে ওই চালান আমদানি করে। চালান খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান দিবা ট্রেডিং। কাস্টমসের কাছে আগেই গোপন সংবাদ ছিল যে, এ চালানে ঘোষণাবহির্ভূত পণ্য থাকতে পারে। কাস্টমস হাউজের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সদস্যরা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরণ ও ঠিকানা, পণ্যের বর্ণনা এসব বিষয় যাচাই করে গড়মিল পাওয়ায় চালানটি কায়িক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। পরে শতভাগ কায়িক পরীক্ষা চালানো হলে কনটেইনারে ১ হাজার ২৫০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩৮৮ কার্টন ফ্রেশ নেভাল অরেঞ্জ পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ চালানের মাধ্যমে আনুমানিক ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে আমদানিকারক প্রতিষ্ঠান। পুরো চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কমল ল ব ক স টমস ক র টন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট