এক দশকেরও বেশি সময় পর একসঙ্গে পর্দায় ফিরছেন ঢালিউড কিং শাকিব খান আর অভিনয়ের জাদুকর জয়া আহসান। আর সেই প্রত্যাবর্তনের নাম ‘তাণ্ডব’।

ঈদুল আজহায় বড় পর্দায় ধুন্ধুমার উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ‘তাণ্ডব’ সংশ্লিষ্টরা। কিন্তু এর আগেই এক রহস্যময় ব্যস্ততা শুরু হয়েছে ওপার বাংলায়। সিনেমার ডাবিংয়ের কাজে হঠাৎ কলকাতায় উড়ে গিয়েছেন শাকিব ও জয়া।

বলা চলে, ডাবিং স্টুডিওর ভেতরেই চলছে এক সিনেমাটিক যুদ্ধ। কলকাতার অরাল স্টুডিওতে দিনভর ডাবিং করছেন তারকারা। সঙ্গে রয়েছেন পরিচালক রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল, এসভিএফের দুই কর্ণধার— শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও দেখা দিয়েছেন সেই জমজমাট ডাবিং সেশনে। মহেন্দ্র সোনির শেয়ার করা একটি ছবিতেই ধরা পড়েছে তারকাদের মিলনমেলার মুহূর্ত।

আরো পড়ুন:

ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান: বুবলী

শাকিব খান ‘ফিফটি পারসেন্ট’ অপুর

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে— ডাবিং শেষে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরবেন শাকিব-জয়া। ফিরেই শুরু করবেন সিনেমাটির আইটেম গানের শুটিং, যেখানে আবারো চমক দেখাবেন শাকিব খান।

রহস্য আর রোমাঞ্চে ভরপুর অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘তাণ্ডব’। এরই মধ্যে সিনেমাটির টিজার দুই বাংলার দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে। মাত্র দেড় মিনিটের ঝলকে নির্মাতা রাফী ভরিয়ে দিয়েছেন অ্যাকশন, উত্তেজনা আর সাসপেন্স।

শাকিব-জয়ার পাশাপাশি সিনেমাটিতে আছেন আফজাল হোসেন, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এজাজুল ইসলাম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জয় আহস ন চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ