রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা ২৮ জুন
Published: 27th, May 2025 GMT
রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলীর ১১ ক্যাটাগরির ৫১৬টি পদে প্রার্থী নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস পরবর্তী সময়ে ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার নম্বর বণ্টন হবে, বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়-৪০ নম্বর (পদার্থবিদ্যা-১৩, রসায়ন-১৩ ও গণিত-১৪) সর্বমোট ১০০ নম্বর।
প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য পরীক্ষার্থী এক নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপসহকারী প্রকৌশলী পদের বিজ্ঞাপিত ১১ ক্যাটাগরির পদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। নিয়োগ বিধি অনুযায়ী ১১ ক্যাটাগরির পদে মোট ১২টি ট্রেড/বিষয় রয়েছে। লিখিত পরীক্ষায় ১২টি ট্রেড/বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। প্রার্থীরা তাঁদের নিজ নিজ ট্রেড/বিষয়ের প্রশ্নে পরীক্ষা দেবেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিআইসির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানায় জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষা/বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা হলেন
* চিকিৎসা কর্মকর্তা: ১ জন; হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৪ জন; সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ১৪ জন; সহকারী রসায়নবিদ: ২ জন; সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৯ জন; সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮ জন; সহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন; সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১৩ জন; সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ৩ জন; সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: ৮ জন; সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১০ জন; উপসহকারী রসায়নবিদ: ২৯ জন; উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ২ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৫ জন; উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৬ জন এবং উপসহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন।
নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তী সময় নিয়োগপত্র ইস্যু করা হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি পরবর্তীকালে বিসিআইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিসিআইসির ফলাফল দেখুন এখানে