যাত্রাবাড়ীতে ফুটপাতে উঠে গেল পিকআপ, নিহত ১ নারী
Published: 31st, May 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাতের ওপরে উঠে যাওয়া পিকআপ ভ্যানের চাপায় জহুরা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহীদ ফারুক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক সবজি বিক্রেতাও আহত হন।
যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহনেওয়াজ জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপরে উঠে যায়। এতে চাপা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। আহত সবজি বিক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার পরপরই আশপাশের লোকজন পিকআপ ভ্যানচালক জাকির হোসেনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত সড়ক দ র ঘটন প কআপ
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ইলিয়াস হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে সরওয়ার জাহানকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।
অপরদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর জামিন আবেদিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি আ ক ম সরওয়ার জাহান ও তাঁর স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। তাঁদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছে দুদক।