প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের দুই মেয়ে— জাহ্নবী ও খুশি কাপুর। বলিউড সিনেমায় নাম লেখিয়ে বেশ খ্যাতি কুড়িয়েছেন তাদের বড় মেয়ে জাহ্নবী। ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় রাখেন খুশি কাপুর। এদিকে অনেক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, সহঅভিনেতা বেদাং রায়নার প্রেমে মজেছেন খুশি কাপুর।

২ জুন ছিল বেদাং রায়নার জন্মদিন ছিল। এ অভিনেতা তার ২৫তম জন্মদিন উদযাপন করেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে তার বন্ধুদের মাঝে, দেখা মিলেছে চর্চিত প্রেমিকা খুশি কাপুরের।সেই মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, এরপর এই জুটির প্রেমের গুঞ্জন নিয়ে জোর চর্চা চলছে।

বেদাংয়ের বন্ধু কারিমা ব্যারি তার ইনস্টাগ্রামে জন্মদিনের পার্টির ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, বেদাং-খুশি কালো রঙের পোশাকে সেজেছেন। বার্থ ডে বয়ের সামনে সাজানো রয়েছে একাধিক কেক। কেক কাটছেন বেদাং। তার মুখে চওড়া হাসি। বেদাংয়ের পাশে দাঁড়িয়ে ঠিক ততটাই আনন্দিত খুশি কাপুর। অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপও এই পার্টিতে উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

৫২ বসন্ত পূর্ণ করলেন অমিতাভ-জয়া

মা হলেন ‘হীরামান্ডি’ অভিনেত্রী শারমীন

সহঅভিনেতার সঙ্গে প্রেমের খবর বাতাসে ভেসে বেড়ালেও নীরব খুশি ও বেদাং। এর আগে এক আগে জিকিউ-কে দেওয়া সাক্ষাৎকারে খুশি বলেছিলেন, “আমার ডেটিং লাইফ এখন পিছনে পড়ে আছে। কারণ আমি আমার ক্যারিয়ারের উপর মনোযোগ দিচ্ছি। আমি আমার চাহিদা সম্পর্কে স্পষ্ট। আমি আমার জীবনের এই দুটি পথকে আলাদা রাখতে চাই। জীবনের যে পর্যায়ে আছি, তা দারুণ উপভোগ করছি।” 

সম্পর্কের কথা অস্বীকার করলেও হিন্দুস্তান টাইমসকে একটি সূত্র বলেছিলেন, “দ্য আর্চিস’ সিনেমার শুটিং সেট থেকে কাছাকাছি আসার শুরু খুশি কাপুর ও বেদাং রায়নার। বেশকিছু দিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। কিন্তু তারা তাদের ব্যক্তিগত সম্পর্কের দিকে এখন নজর দিতে চান না।”

এ জুটি চান না তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসুক। এ বিষয়ে সূত্রটি বলেছিলেন, “খুশি-বেদাং পরস্পরের মাঝে সুখ খুঁজে পেয়েছেন এবং ডেট করছেন। তারা পরস্পরের সঙ্গে কমফোর্ট। তারা নানা বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে ‍যুক্ত রয়েছেন। তারা একসঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করেন। কিন্তু তারা তাদের প্রাইভেসি রক্ষা করতে চান।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

কাফকো সার কারখানায় গ্যাস বিক্রির চুক্তি সই

চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) সার কারখানায় গ্যাস বিক্রি করতে কোম্পানিটির সঙ্গে নতুন করে চুক্তি সই করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। দিনে গড়ে সাড়ে পাঁচ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে সার কারখানায়। চুক্তির পর দীর্ঘ দিনের বকেয়া গ্যাস বিল পরিশোধ করেছে কাফকো।

আজ বুধবার বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) মিলনায়তনে গ্যাস বিক্রির চুক্তিটি করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ চুক্তির মধ্য দিয়ে সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে, যা দেশের কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধিতে সরাসরি অবদান রাখবে।

কর্ণফুলী গ্যাসের পক্ষে কোম্পানির সচিব কবির উদ্দিন আহম্মদ এবং কাফকোর পক্ষে কোম্পানি সচিব খাজা সাইদুর রহমান চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, কর্ণফুলী গ্যাসের চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহম্মেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বিসিআইসি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কাফকো ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তি কাফকোর মতো বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং স্থানীয়ভাবে সার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানিনির্ভরতা কমাতেও অবদান রাখবে। এই অংশীদারত্ব বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর শেষে কাফকোর পক্ষে শিল্পসচিব মো. ওবায়দুর রহমান কর্ণফুলী গ্যাসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম মঈন উদ্দীন আহম্মেদ এর কাছে বকেয়া গ্যাস বিল বাবদ ৯২৩ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৬১৬ টাকা এবং ডিমান্ড চার্জ বাবদ ৩৪ কোটি ৩৭ লাখ ৩৫ হাজার ৮৪৮ টাকার দুটি চেক হস্তান্তর করেন।

সম্পর্কিত নিবন্ধ