বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা ২১ দিন আন্দোলনের পর ঈদ উপলক্ষ্যে বুধবার থেকে বিরতির ঘোষণা দেওয়া হয়। তবে তালাবদ্ধই রাখা হয়েছে নগর ভবন। এ কারণে সেবা নিতে এসেও ফিরে গেছেন অনেকে।

ভবন তালাবদ্ধ থাকায় সেখানে কর্মকর্তা-কর্মচারীরাও প্রবেশ করতে পারছেন না। পাশের সরকারি কর্মচারী হাসপাতাল আর ওয়াসা ভবনে বসে জরুরি কাজ সারছেন তারা। 

নগরভবনে গিয়ে দেখা যায়, সেবাপ্রার্থীর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরা ফিরে যাচ্ছেন। তাঁতীবাজারের বাসিন্দা আব্দুর রসুল সমকালকে বলেন, ছেলের জন্মসনদের জন্য ১৫ দিন ধরে এসেও ফেরত চলে যেতে হচ্ছে। ভেবেছিলাম আন্দোলনে যেহেতু বিরতি দেওয়া হয়েছে, তাই হয়তো অফিস খুলেছে। তবে এসে দেখি ভবনের তালা খুলেনি।

আজ দুপুরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান ও তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন নগর ভবনে এসে ফেরত যাচ্ছিলেন। তারা সমকালকে বলেন, প্রতিদিন অফিসে এসেও ফেরত চলে যেতে হয়। কারণ ভবন তালাবদ্ধ। জরুরি কিছু কাজের জন্য ডিএসসিসির প্রধান নির্বাহী সরকারী কর্মচারী হাসপাতালের একটি কক্ষে বসেছেন, সেখানেই তারা যাচ্ছেন। বর্তমান প্রশাসক ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করছেন। সেখানেও ডিএসসিসির কর্মকর্তাদের নিয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

এদিন সরকারি কর্মচারী হাসপাতালে প্রবেশ করছিলেন তত্ত্ববধায়ক প্রকৌশলী খাইরুল বাকের। তিনি বলেন, প্রধান নির্বাহী এখানে বসেছেন। তাই এখানেই ফাইলপত্র নিয়ে এসেছি।

গত মঙ্গলবার ইশরাক হোসেন নগর ভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। এ সময় তিনি বলেন, ‘সামনে ঈদ, জনগণের ভোগান্তি ও যাতায়াতের কথা মাথায় রেখে আমরা নগর ভবনে অবরোধ এবং ঘেরাওয়ের কর্মসূচি কিছুটা শিথিল, কিছুটা বিরতি দিয়েছি। তবে এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো।’

ইশরাকের শপথ আয়োজনের দাবিতে নগর ভবনের মূল ফটকে গত ১৫ মে তালা ঝুলিয়ে দেন তার সমর্থকরা। তারপর থেকে কার্যত বন্ধ রয়েছে এই প্রতিষ্ঠানের সব ধরনের সেবা কার্যক্রম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এসস স ইশর ক হ স ন নগর ভবন কর মকর ত নগর ভবন ড এসস স সরক র ভবন র

এছাড়াও পড়ুন:

ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তথ্য, আসন ১২০০

ঢাকা কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৫-২৬ অনুযায়ী একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ইআইআইএন ১০৭৯৭৭।

আবেদনের ন্যূনতম যোগ্যতা—

যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিচের উল্লিখিত বিভাগ অনুসারে ন্যূনতম জিপিএপ্রাপ্ত ছাত্ররা ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

১. বিজ্ঞান বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৫.০০,

২. ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৪.৭৫,

৩. মানবিক বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৪.৫০।

আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫আসনসংখ্যা

বিজ্ঞানে ৯০০টি, ব্যবসায় শিক্ষায় ১৫০টি এবং মানবিক ১৫০টি আসনে ছাত্র ভর্তি করা হবে।

ভর্তি ও কলেজ–সংক্রান্ত তথ্য

১. একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৩০ জুলাই থেকে আগামী ১১ আগস্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

২. অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা।

৩. এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

৪. ভর্তির ফলাফল তিনটি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ করা হবে।

৫. একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দ ক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে।

৬. নির্বাচিত শিক্ষার্থীকে নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি২৯ জুলাই ২০২৫আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৩০ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ