বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, কথিত স্বামী পলাতক
Published: 17th, June 2025 GMT
রাজধানীর উত্তর বাড্ডায় ভাড়া বাসা থেকে সুমি আক্তার (২৭) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছে পরিবার। সোমবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় এই মামলা করা হয়।
রোববার রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্বজনদের অভিযোগ, কথিত স্বামী রাসেল শ্বাসরোধে সুমিকে হত্যা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, উত্তর বাড্ডার সোনা মিয়া মাতুব্বর রোডের চ-১০০ নম্বর বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন সুমি। কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, সুমির বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার বাসবুনিয়া গ্রামে। বাবা হানিফ হাওলাদারের মেয়ে সুমি প্রায় তিন মাস আগে উত্তর বাড্ডার ওই বাসায় উঠেছিলেন। রাসেলের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করলেও তাঁদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি। রাসেল একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন বলে জানা গেছে।
সুমির ভগ্নিপতি মো.
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে রাসেল ও সাকিব দুজনই পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: তদন ত
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত