ভোক্তাদের আরও স্বস্তি দিতে আইনের প্রয়োজনীয় সংশোধন ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তৈরি হলে ও সক্ষমতা বাড়লে এই খাতের দুর্বৃত্তরা পিছিয়ে যেতে বাধ্য হবে।’

আজ বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

আলোচনা সভার স্বাগত বক্তব্যে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, ‘বিগত রমজান মাসে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইয়ের তদারকির ফলে পণ্যের দাম বাড়েনি। এতে বোঝা যায় যোগ্য ব্যক্তি দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব।’

ভোক্তাদের অধিকার রক্ষায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তাদের একটি সিন্ডিকেট তৈরির সময় এসেছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অন্যায় ও প্রতিষ্ঠানকে দুর্বল করার যে সংস্কৃতি, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ফিরিয়ে আনতে হবে ক্রয়ক্ষমতা। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি কমাতে কাজ করছে।’ এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিভিন্ন রকম বাজার সিন্ডিকেট হয়েছে এবং ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে। এখন সময় এসেছে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীভাবে গড়ে তোলার।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী, ক্যাবের উপদেষ্টা আনিসুল হক। এ সময় দেশের বিভিন্ন জেলা উপজেলা ও বিভাগের ক্যাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ণ জ য উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ