ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন হ্যাক করে ‘জনগণের প্রতি জেগে ওঠার’ আহ্বান
Published: 19th, June 2025 GMT
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের সময় হঠাৎ একটি ভিডিও দেখা গেছে, যাতে ‘জনগণকে সরকারের বিরুদ্ধে ‘জেগে উঠতে’ আহ্বান জানানো হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার দেখার সময় দর্শকদের অনেকেই এই ভিডিওটি দেখেছেন বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, টিভি দেখার সময় কেউ যদি কোনো অপ্রাসঙ্গিক বা বিরক্তিকর বার্তা দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে শত্রুপক্ষ স্যাটেলাইটের সিগন্যালে বাধা (জ্যাম) দিয়েছে।
যে ভিডিওটি সম্প্রচারিত হয়েছিল, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ইরান সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বলা হয়েছে, ‘নিজের ভবিষ্যৎ নিজেই নিয়ন্ত্রণ করুন।’
ভিডিওর সূত্র কিংবা এই সাইবার হামলার পেছনে কে বা কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটির ওপরের ডান পাশে একটি সিংহ প্রতীক দেখা গেছে। এর পাশাপাশি ভিডিওতে ১৩ জুন ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ছবিও দেখানো হয়েছে।
ভিডিওতে ২০২২ সালে ইরানের দেশব্যাপী বিক্ষোভের দৃশ্যও ছিল। ওই সময় হিজাব ‘যথাযথভাবে না পরার’ অভিযোগে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়েছিল ইরান।
ইরানের ওই বিক্ষোভের প্রধান স্লোগান ছিল—‘নারী, জীবন, স্বাধীনতা’। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সম্প্রতি এই স্লোগান ব্যবহার করে ইরানিদের ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়াবেন না: টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘‘জুলাই আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। দয়া করে এটাকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে জড়াবেন না। একটি দেশের স্বাধীনতা একবারই হয়, দুবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র, পতাকা ও সংবিধান দিয়েছে।’’
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও বীর শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘‘একটি দল জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করছে। তাদের বলি, বাংলাদেশে রাজনীতি করলে দেশের স্বাধীনতা মানতে হবে। পাকিস্তান এই দেশের ওপর শোষণ ও নির্যাতন করেছে, এই বাস্তবতা মেনে নিতে হবে। আপনারা স্বাধীনতার ট্রেনে উঠতে পারেননি, ট্রেন মিস করেছিলেন। সেটা আপনাদের ব্যর্থতা। এ জন্য কিন্তু ক্ষমাও চাননি।’’
আরো পড়ুন:
অনির্বাচিত সরকারে দেশ পিছিয়ে যাচ্ছে: আমীর খসরু
টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতিকে অব্যাহতি
তিনি বলেন, ‘‘জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দাবি করবেন না। জুলাই এমনি এমনি আসেনি। ঘরবাড়ি ছেড়ে, মাঠের মধ্যে ঘুমিয়ে, জেল খেটে, মামলা খেয়ে, নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন-সংগ্রাম করার পর জুলাই অভ্যুত্থান হয়েছে।’’
টুকু আরো বলেন, ‘‘কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। কিন্তু, জনগণ পিআর পদ্ধতি বোঝে না। বিএনপি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচন ও জনগণের রায়ে বিশ্বাস করি। তাই বিএনপি অতীতের মতো জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চায়।’’
ঢাকা/রাসেল/রাজীব