সিদ্ধিরগঞ্জে প্রতিভা সমাজকল্যাণ সংস্থার আয়োজনে নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী বড় পুকুর পাড় এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল শুক্রবার সকালে িএ কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রতিভা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এড. হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা তরুন দলের সভাপতি টি এইচ তোফা, মলোশিয়ান জাহাঙ্গীর, এপিপি এ্যাড মো.

হাফিজুর রহমান (মাসুদ) ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা, সিদ্ধিরগঞ্জ থানা তুরুন দলের সদস্য সচিব মোমিন হোসেন মহন, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি বুলবুল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, কামাল হোসেন সহ এলাকায় গন্যগণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জি. এম. সাদরিল বলেন, সমাজের ভালো কাজে সবাইকে কাজ করতে হবে। আমরা যারা সমাজের সাথে জড়িত অনেকেই ভালো কাজের থেকে দূরে সরে যাচ্ছি। সামাজিক কাজ গুলোর ক্ষেত্রে আমরা দ্বিধাবোধ করি। 

আমি প্রতিভা সমাজকল্যাণ সংস্থার সকল কে ধন্যবাদ জানাই তারা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। 

সাদরিল আরও বলেন, আমি এই এলাকার  বৃত্তবান ও রাজনীতিবিদদের কাছে আমারা অনুরোধ থাকবে যে আপনারা রাজনীতির পাশাপশি এলাকার সামাজিক কর্মকান্ডে সাথে জড়িত থাকবেন, যাতে করে এলাকার জনগণ ভালোভাবে চলাফেরা করতে পারে, ভালোভাবে বাচতে পারে মাদক মুক্ত একটা সমাজ গঠন করতে পারে।

প্রতিভা সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ হাবিবুর রহমান মাসুম বলেন, আমরা সবসময় এলাকার এন্নয়নে কাজ করে যাচ্ছি।

আপনারা দেখেছেন এর আগেও আমরা বৃক্ষরোপন করেছি, এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি, বিনামূল্যে সুন্নতে খতনা, ৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাসহ আরো অনেক কাজ করেছে। আমরা সবসময় আমাদের প্রতিভা সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে এলাকার উন্নয়নের কাজ করে যাব। 

অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিভা সমাজকল্যাণ সংস্থার মহাসচিব রাজিব হোসেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ এল ক র ক জ কর

এছাড়াও পড়ুন:

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা প্রকৃতপক্ষে জনগণের হাতে ফিরে আসবে। ভোটের শক্তিই দেশের রাজনীতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।’’

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হলো জনগণ। জনগণ জেগে উঠলে কোনো শক্তি তাদের রুখতে পারে না।’’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের পথ খুলে দেবে।’’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘গত ১৭ বছর জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমন–পীড়নের মধ্যে ছিল। এ সময় তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যদি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তাহলে আবারো বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে।’’

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ভোটের মাঠে জোটের ভিড়ে জনপ্রত্যাশা কোথায় গেল 
  • পার্বত্য ৩ আসনে প্রার্থী না দিতে জাতীয় দলগুলোর প্রতি আহ্বান ইউপিড
  • শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান ইসলামী ফ্রন্টের
  • তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস
  • আ‌সি‌ফের জন্য গণঅধিকার পরিষদের দরজা সবসময় খোলা: রাশেদ খান
  • ‘নির্বাচন সহজ হবে না, পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে’
  • আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে: নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল
  • বাবুগঞ্জে এবি পার্টির ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল
  • নির্বাচনের জন্য প্রস্তুত জেলেনস্কি
  • সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরবে: গয়েশ্বর