পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরিক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৮.১১ শতাংশ।

রবিবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.

৪০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৭ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ৮.১১ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.৩৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ০.০৪ টাকা।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৮৭ টাকা।

ঢাকা/এনটি/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ স ব বছর র

এছাড়াও পড়ুন:

ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু

ঢাকা জেলার (মহানগরসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত লাইসেন্সধারীরা তাদের অস্ত্রের নবায়ন করতে পারবেন।

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ নভেম্বর ২০২৫ থেকে নবায়ন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী বছরের জানুয়ারির শেষ দিন পর্যন্ত। নবায়নের সময় আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে।

আরো পড়ুন:

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য

অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে: উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স নবায়নের জন্য অনলাইন চালানের মাধ্যমে নির্ধারিত খাতে ফি, ভ্যাট ও উৎসে কর জমা দিতে হবে। এরপর চালানের কপি, টিআইএন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মূল লাইসেন্স জমা দিতে হবে।

নবায়নের জন্য ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলভারের ফি ২০ হাজার টাকা, আর বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে।

প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের অস্ত্রের ফি ২০ হাজার টাকা এবং আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ক্ষেত্রে ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান ও ডিলিং ফার্মের ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিং লাইসেন্সের জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫’ অনুযায়ী এই নবায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)
  • হামজাদের বিপক্ষে খেলার জন্য সাবেক অস্ট্রেলিয়ানকে ক্যাম্পে ডেকেছে ভারত
  • পাসপোর্ট নিয়ে মুন্সীগঞ্জ থেকে ইতালি পাড়ি দিল বিড়াল ক্যান্ডি
  • ফায়ার সার্ভিসে ১০টি পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না এটলাস বাংলাদেশ
  • পদ্মা অয়েলের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • স্যালভো কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
  • এক ঝলক (৬ নভেম্বর ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৬ নভেম্বর ২০২৫)
  • ঢাকায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু