ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার
Published: 26th, June 2025 GMT
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্কুল পড়ুয়া কিশোরীকে (১৩) ধর্ষণের মামলায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার জহিরুল ইসলাম উপজেলার আশ্রবপুর গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
র্যাব-১৪'র অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান বলেন, গত ২৭ মে মধ্যরাতে জহিরুল ইসলাম ১৩ বছর বযসী ছাত্রীকে তার নিজের বাড়ির পরিত্যক্ত ঘরে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর র্যাব-১ এর সহায়তায় বুধবার (২৫ জুন) গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব ১৪ এর একটি দল।
আরো পড়ুন:
সাতক্ষীরায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৬ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তারের পর জহিরুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/মিলন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
মজিদের সেঞ্চুরি ও হায়দারের ঝড়ে ময়মনসিংহের ৫৫৫
জাতীয় ক্রিকেট লিগে নবাগত ময়মনসিংহ দারুণভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথম ইনিংসে মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলামের পর এবার সেঞ্চুরি পেয়েছেন আবদুল মজিদ। অধিনায়ক শুভাগত হোম ও আবু হায়দারও খেলেছেন ঝোড়ো ইনিংস। তিনজনের ব্যাটে ভর করে ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে বল হাতে শুরুও করেছে ভালো—প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮ রান তুলে ফিরেছে ড্রেসিংরুমে।
২ উইকেটে ২৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। তবে ২২ রান যোগ করতেই পড়ে যায় আরও দুটি উইকেট। এরপর মজিদ ও শুভাগত গড়েন ১৩০ রানের জুটি। ৮৬ বলে ৬৫ রান করে শুভাগত আউট হওয়ার পর মজিদ জুটি গড়েন তাহজিবুল ইসলামের সঙ্গে (২১)। ষষ্ঠ উইকেটে আসে ৩৪ রান। এরপর হায়দারকে সঙ্গে নিয়ে মাত্র ৪২ বলেই সপ্তম উইকেটে তোলেন ৭৭ রান। ৩৪ বলে ৫ ছক্কায় ৬০ রান করেন হায়দার। অপর প্রান্তে ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৯ রানে অপরাজিত থাকেন মজিদ। ১১০ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি।
সেঞ্চুরি হাতছাড়া মুমিনুলের৯২ রানে আউট হয়েছেন চট্টগ্রামের মুমিনুল হক