জাতীয় স্কুল দলগত দাবায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ সাউথ পয়েন্ট
Published: 29th, June 2025 GMT
জাতীয় স্কুল দলগত দাবা প্রতিযোগিতায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার ‘এ দল’ ৬ খেলায় সর্বোচ্চ ১২ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার ‘বি দল’ ৬ খেলায় ১০ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ২০২৫-এর অংশ হিসেবে জাতীয় স্কুল দলগত দাবা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ দাবা ফেডারেশন এ আয়োজনে সহযোগিতা করেছে।
৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১৬টি আঞ্চলিক পর্ব থেকে বাছাই করা ৩৪টি দল অংশগ্রহণ করে।
চূড়ান্ত পর্ব শেষে কম্পিউটার প্রোগ্রামিং, দাবা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ও দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের পরিচালক বি এম মাইনুল হোসেন উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে আগামী ২ থেকে ৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড স্কুল দাবায় অংশ নিতে যাচ্ছে চ্যাম্পিয়ন দল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার ‘এ দল’।
দলগত এসব সাফল্যের জন্য সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ রশিদ ও অধ্যক্ষ কর্নেল মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট