দেশের তিনটি বিমানবন্দরের চারটি প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। 

এর আগে ২৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ, নেভিগেশন ও নজরদারি ব্যবস্থাপনা, রাডার স্থাপন প্রকল্পের আওতায় রাডার নির্মাণের সময় প্রায় দুইশ’ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া একই বিমানবন্দরের সম্প্রসারণ (তৃতীয় টার্মিনাল) প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এই মামলার এজাহারে বলা হয়, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১২ কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্প থেকে ১৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

এই চার মামলায় তারিক সিদ্দিক ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান মহিবুলকে আসামি করা হয়েছে। এছাড়া অন্যরা হলেন বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব জনেন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক ও বেবিচকের সাবেক সুপারিনটেনডেন্ট প্রকৌশলী হাবিবুর রহমান।

 

 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প

এছাড়াও পড়ুন:

তুরাগে মাটি খুঁড়ে পাওয়া গেল তাজা মর্টার শেল, পরে নিষ্ক্রিয়

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় মাটি খুঁড়ে একটি মর্টার শেল পাওয়া গেছে। গতকাল বুধবার মধ্যরাতে সেখান থেকে মর্টার শেলটি উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের মাধ্যমে জানতে পারেন, দিয়াবাড়ি এলাকায় বিসিএস সদস্যদের জমি প্রকল্প পার্ক-১৭ সংলগ্ন একটি বটগাছের পাশে মাটির স্তূপে একটি মর্টার শেল পাওয়া গেছে। পরে তিনিসহ তুরাগ থানার পুলিশ সেখানে গিয়ে প্রায় এক ফুট দৈর্ঘ্যের মর্টার শেলটি উদ্ধার করেন। একজন যুবক স্তূপ করা মাটি খুঁড়ে ট্রাকে ভরছিলেন। তিনিই ঘটনাটি জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন করে জানান।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এসে মর্টার শেলটি দিয়াবাড়ি কোরবানির পশুর হাটের খোলা জায়গায় নিয়ে যায়। সেখানে তারা মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। এ সময় মর্টারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

মনিরুল ইসলাম বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের সময় সেখানকার মাটি খুঁড়ে দিয়াবাড়ি এলাকার এই সরকারি জমিতে স্তূপ করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই মাটির সঙ্গে মর্টার শেলটি আনা হতে পারে। এটি ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।

সম্পর্কিত নিবন্ধ