লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের সময় পাশের হাতীবান্ধা থানা বিএনপির নেতা-কর্মীরা অবরুদ্ধ করে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অভিযোগ, হাতীবান্ধা থানা থেকে পুলিশ সদস্যরা যাতে পাটগ্রামে উদ্ধার করতে যেতে না পারেন, সে জন্য তাঁদের অবরুদ্ধ করা হয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেছে হাতীবান্ধা থানা-পুলিশ। উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। তবে বিএনপির নেতারা অভিযোগ অস্বীকার করে বলছেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাঁরা জানেন না। এতে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নন।

স্থানীয় থানা-পুলিশের সূত্র জানায়, গত বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে রওনা হন সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) জয়ন্ত কুমার সেন ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী। কিন্তু তাঁরা থানার প্রধান ফটক পার হতে পারেননি।

পুলিশের ভাষ্য, ওই সময় হাতীবান্ধা থানার ফটকের সামনে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে নেতাদের কথা–কাটাকাটি হয়। থানার সামনে পুলিশ সদস্যদের অন্তত ৪০ মিনিট অবরুদ্ধ করে রাখার পর রাত ১২টার দিকে নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।

ওসি মাহমুদুন-নবী প্রথম আলোকে বলেন, ‘আমরা বের হয়েছি। এমন সময় ওরা হইচই করছে, “পাটগ্রাম থানার অফিসারকে উদ্ধারে হাতীবান্ধা থেকে কোনো পুলিশকে আমরা যেতে দেব না।’’ তাঁরা ২০০ থেকে ২৫০ জন ছিলেন। যাওয়ার জন্য চেষ্টা করেছি, তাঁরা পুলিশকে ধাক্কাধাক্কি ও গালাগালি করেছে।’

পাটগ্রাম থানায় হামলার পর এভাবে আসবাব উল্টিয়ে রাখা হয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র ন ত কর ম র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

শুক্রবার  সকাল ১০ ঘটিকায়  সানারপাড় বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গণে জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আবদুল জাব্বার বলেন এই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচিতে নারায়ণগঞ্জে ৫০ হাজার বৃক্ষ রোপন করা হবে। শুধু রোপনের মধ্যে সীমাবদ্ধ নয় এটিকে পরিচর্যা করে একটি সবুজ নগরী হিসেবে নারায়ণগঞ্জবাসীকে উপহার দেয়ার জন্য আমরা নিরলসভাবে  কাজ করে যাবো ।

আমাদের আগামীর প্রজন্ম যেন সবুজে বসবাস করতে পারে সেই লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকটি সম্ভাব্য জায়গায় বৃক্ষ রোপন করতে চাই। নারায়ণগঞ্জবাসীকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন, থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, বিশিষ্ট সমাজসেবক  সিদ্ধিরগঞ্জ  ৩ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী জনাব আব্দুল খালেক ও থানা বিভিন্ন পর্যায়ের জামায়াত  নেতৃবৃন্দ সহ স্থানীয় সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ