‎‎জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ  বলেছেন, ৭১, ৯০ ও ২৪ জুলাইকে আমাদের ধারণ করতে হবে। তাহলে আমরা সত্যিকারে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হতে পারব। আমরা যদি সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হই তাহলে আমাদের ভেবে দেখতে হবে এই তিনটি সংগ্রামের সঙ্গে কারা জড়িত ছিল। 

যদি আমরা এই তিনটি ধারণ করতে পারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভূমিদস্য গডফাদার বৃষ্টি হবে না। আমরা রাজপথে থাকবো যতদিন ভোটের অধিকার ফিরিয়ে না আসবে, আমরা যুদ্ধ চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান দেশে না আসতে পারবে।

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য ‎সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (৬ জুলাই ) বিকেলে মাসদাইর বাংলাভবন কমিউনিটি সেন্টারে সদস্য নবায়ন ও নতুন সদস্য ‎সংগ্রহ কার্যক্রমের আয়োজন করা হয়। 
‎‎এ সময় মামুন মাহমুদ আরও বলেন, যারা ফ্যাসিবাদের সুযোগ-সুবিধা গ্রহণ করেছে তাদের জন্য এই দলের দরজা বন্ধ থাকবে। এই আমাদের জাতীয়তাবাদী দল যারা করেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন। জিয়াউর রহমান যখন নিহত হন তখন তার ব্যাংকে একটি টাকাও পাওয়া যায় নাই, তার একটি বাড়ি গাড়ি কিছুই পাওয়া যায় নাই। 

তারেক রহমান তিনি ঢাকায় আসবেন কোথায় থাকবেন, আজকের জন্য বাসা ভাড়া নেওয়া হচ্ছে তার নিজের কোন বাড়ি নেই। আমরা সেই আদর্শে নিজেদেরকে জনগণের উৎসর্গে বিলীন করে দেব। সংস্কারের কোন মূলা আমাদের দেখবেন না। নির্বাচনের তারিখ ঘোষণা দেন। মানুষের স্বার্থে যেকোনো কর্মসূচি দিতে বাধ্য করবেন না।

‎‎এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড.

 এস এম মাহমুদুল হক আলমগীর এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব সহ আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড.  আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য ইকরামুল করিম মামুন, নাদিম হাসান মিঠু, রহিমা শরিফ মায়া, জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান দোলন সহ অসংখ্য নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র আম দ র আদর শ রহম ন সদস য

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ‘মোবাইল ডেটা’ নিয়ে ঝগড়ার জেরে নারীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকা এ ঘটনা ঘটে।

নিহতের নাম বিজলী আক্তার (৩০)। কুমিল্লার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। তিনি হোসিয়ারি কারখানার শ্রমিক ছিলেন। তাঁর স্বামী ইমরান হোসেন (৩৫) একই ধরনের কারখানায় কাজ করেন।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার বলেন, প্রায় ৯ মাস আগে বিজলী আক্তার ইমরান হোসেনকে বিয়ে করেন। এটি ছিল বিজলীর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাতে ইমরানের মুঠোফোন দিয়ে ভাগনের সঙ্গে কথা বলেন বিজলী। মোবাইল ডেটা নিয়ে তাঁদের দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে বিজলীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে ইমরান হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দম্পতি এনায়েতনগরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার রাতে পারিবারিক কলহের একপর্যায়ে ঘরে থাকা বঁটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করেন ইমরান। পরে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দেড় ঘণ্টা পর ইমরান হোসেন বন্দর মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। পরে তিনি থানায় আত্মসমর্পণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ‘মোবাইল ডেটা’ নিয়ে ঝগড়ার জেরে নারীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মসমর্পণ
  • মন্ত্রী, এমপিদের ‘আবদারে’ হয়েছিল নতুন নতুন ট্রেন, এখন খরচ ওঠে না