ফাইল ছবি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি ভবনের ছাদে ধস, নথিপত্র বিনষ্ট

কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রায় শত বছরের পুরোনো খুলনা জেলা রেজিস্ট্রি ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ভবনে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনে থাকা মূল্যবান নথিপত্র বিনষ্ট হয়েছে।

খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মাহবুবুর রহমান জানান, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন অংশ থেকে পানি পড়ে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ছাদ নরম হয়ে গিয়েছিল। মঙ্গলবার ভোরের দিকে ভবনটির মাঝখানের ছাদের একাংশ ধসে পড়ে। বৃষ্টির পানিতে ভিজে নথিপত্রের প্রায় ১০০ বই ভিজে গেছে।

আগেও সেখানে ছাদ ধসের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানান খুলনা জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান। তিনি বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত ভাড়া বাসায় অফিস স্থানান্তরের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ