জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আধারে নারীসহ সাতজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। 

তারা হলেন- খুলনার খালিশপুর উপজেলার নূর নগর বিশ্বাসপাড়ার মৃত সোহাগ মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০), তার বোন রুমি আক্তার সোহাগী (২০), বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের রুস্তম খানের মেয়ে মায়া বেগম (৩২),বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পাটমারা গ্রামের বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মোহাম্মদ ইসলাম (২২), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা উপজেলার বগাইল গ্রামের মেহেবুব আলমের স্ত্রী তাসলিমা (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫)। 

ধানুয়া কামালপুর ইউপির সদস্য মোতালেব মিয়া বলেন, ‘ভারত থেকে সাতজনকে পুশইনের খবর পেয়েই লোকজন নিয়ে সীমান্তে যাই। ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছে চারজন নারী ও তিনজন পুরুষকে দেখে বিজিবিকে খবর দেই। পরে বিজিবির সদস্যরা গিয়ে তাদের আটক করেন।’ 

পুশইন ব্যক্তিরা জানান, ২০২১ সালে করোনাকালে ভারতে যান তারা। তারা সবাই দিল্লিতে থাকতেন। বৃহস্পতিবার ভোরে তাদের সীমান্ত পার করে দেয় বিএসএফ। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শকের আহাম্মেদ বলেন, সাতজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প শইন ব এসএফ উপজ ল র

এছাড়াও পড়ুন:

৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক আট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। 

ফেরত আসা বাংলাদেশিরা হলেন– চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হাকিমপুর গ্রামের মামুন মিয়া, সোহেল মিয়া, মো. রাকিবুল, শিহাব উদ্দিন, শাকিল মিয়া, রুবেল মিয়া, রিহান মিযা ও মো. ইকবাল। 

ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, এই আটজন বাংলাদেশি যুবক কাজের সন্ধানে দালালের মাধ্যমে কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। বিএসএফ তাদের ফেরত দেওয়ার পর সবাইকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, আটক আটজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোনা সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশইন করল বিএসএফ
  • নেত্রকোনা সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • সীমান্ত হত্যা বন্ধে দাঁড়াতে হবে বিএসএফের বিরুদ্ধে: নাহিদ ইসলাম
  • কুষ্টিয়ায় ২ কোটি টাকার জাল উদ্ধার
  • দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ছয় দিন পর হস্তান্তর
  • ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
  • আটক ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ