মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা
Published: 10th, July 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া এলাকায় মাকে মারধর করায় এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহাবুবুল ইসলাম বাবু (২৮) বাঘাইরপাড়া গ্রামের শীষ মোহাম্মদের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানিয়েছেন, মাহাবুবুল ইসলাম বাবু মাদক কেনার জন্য বুধবার সকালে তার মায়ের কাছে টাকা চায়। টাকা না পেয়ে মাকে মারধর করে সে। বাবুর ইটের আঘাতে আহত হন মা। এ ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে বাবু বাড়িতে ফিরলে তার স্বজন ও প্রতিবেশীরা শাসন করার উদ্দেশ্যে তাকে বেঁধে পেটায়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন:
স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীকে পুলিশে সোপর্দ
মুরাদনগরে ৩ জনকে হত্যা: ৮ জন রিমান্ডে
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি মতিউর রহমান।
ঢাকা/শিয়াম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার
আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম, মোহাম্মদ হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপরে বর্ণিত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।