:: সংক্ষিপ্ত স্কোর || তৃতীয় দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ১০৮/৫ (৪০.৪ ওভারে)
তৃতীয় দিনের খেলা শুরু
৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল আয়ারল্যান্ড। আজ শুক্রবার (২১ নভেম্বর) সেখান থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছে সফরকারীরা। টাকার ১১ ও দোহেনি ২ রানে অপরাজিত আছেন।
আরো পড়ুন:
মুশফিকের ইতিহাসের পর লিটনের সেঞ্চুরি, আয়ারল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ
‘সেঞ্চুরিতে’ সেঞ্চুরির ফুল ফুটিয়ে মুমিনুলের পাশে মুশফিকুর
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অ্যাশেজে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা
টিভির স্ক্রিনে একবার দেখাল শরফুদ্দৌলা ইবনে শহীদকে। পার্থে টিভি আম্পায়ারের কক্ষে খুব মনোযোগ দিয়ে স্ক্রিনে চোখ সেঁটে আছেন। দৃশ্যটি দেখে বাংলাদেশের যেকোনো ক্রিকেটপ্রেমীর গর্ব হতে পারে। অ্যাশেজে বাংলাদেশি আম্পায়ার!
শরফুদ্দৌলা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই এমন গর্বিত করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। গত বছরের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে জায়গা করে নেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের বিশ্বকাপেই মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ছিলেন এ বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে শরফুদ্দৌলা আন্তর্জাতিক ক্রিকেটে সবার নজরে আসেন সম্ভবত গত বছরের ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে।
সেবার মেলবোর্নে চতুর্থ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে প্রযুক্তি এড়িয়ে নিজের চোখে যা দেখেছেন, সেটির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত দিয়ে আলোচিত হয়েছিলেন শরফুদ্দৌলা। তখন তাঁর সেই সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন সাইমন টফেল, রিকি পন্টিং, রবি শাস্ত্রী ও মাইকেল ভন।
গত ডিসেম্বর–জানুয়ারিতে বোর্ডার–গাভাস্কার সিরিজে বুমরা ও কনস্টাসের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেন আম্পায়ার শরফুদ্দৌলা