চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহত নারী হলেন মালেকা বেগম (৪৮)।

আজ শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নগরের আকবার শাহ থানার উপপরিদর্শক মনুসর আলম প্রথম আলোকে জানান, মালেকা বেগম সিটি গেট এলাকায় একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। বিকেলে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মালেকা বেগম পরিবার নিয়ে নগরের আকবার শাহ থানার লতিফপুর রেলগেট এলাকায় বসবাস করতেন বলে জানায় পুলিশ। তাঁর মরদেহ রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাঙ্গারপাড় সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, গরু পারাপারের সময় বিএসএফ চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। চোরাকারবারিরা তাকে দেশে এনে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, দোয়ারাবাজার সীমান্তের ভাঙারপাড় দিয়ে ১০-১২ জন বাংলাদেশি গরু আনতে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের বাঁধা দেয়। এ সময় বিএসএফকে লক্ষ্য করে চোরাকারবারিরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। তখন বিএসএফ ৪-৫ রাউন্ড সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করে। চোরাকারবারিরা তাতে পিছু না হঠায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি চালায়। ওই গুলিতে চোরাকারবারি শফিকুল গুরুতর আহত হন। অন্য চোরাকারবারিরা আহত শফিকুলকে নিয়ে দেশে চলে আসে। আহত শফিকুলকে পরিবারের সদস্যরা দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। রাতে তার মৃত্যু হয়। বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ