বার্সায় রাশফোর্ড খেলবেন ১৪ নম্বর জার্সিতে
Published: 24th, July 2025 GMT
ম্যানচেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। কাতালোনিয়ার বিখ্যাত ক্লাব বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি। নতুন ক্লাবে তাকে তুলে দেওয়া হয়েছে কিংবদন্তি থিয়েরি অঁরির প্রিয় ১৪ নম্বর জার্সি। তবে অতীতে এই নম্বর জার্সিতে যেমন সাফল্য এসেছে, তেমনই এসেছে কিছুটা হতাশাও। স্মরণ করা যায় ম্যালকম, ফেলিক্স বা কুতিনহোর নাম।
ম্যানইউয়ে কোচ এরিক টেন হাগের বিদায়ের পরই দলে রাশফোর্ডের ভূমিকা কমতে শুরু করে। মৌসুমের মাঝপথে অ্যাস্টন ভিলায় লোনে পাঠানো হয় তাকে। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায়, এবার বার্সেলোনার হয়ে নতুন শুরু করার সিদ্ধান্ত নেন এই ২৭ বছর বয়সী তারকা।
বার্সা আপাতত ২০২৫-২৬ মৌসুমের জন্য রাশফোর্ডকে লোনে নিয়েছে। তবে পারফরম্যান্স সন্তোষজনক হলে তাকে স্থায়ীভাবে দলে নেওয়ার রাস্তা খোলা রেখেছে ক্লাবটি। এক সময় ম্যানইউয়ের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার সিনিয়র দলে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করছেন। যা তার প্রতিভার সাক্ষ্য বহন করে।
আরো পড়ুন:
অল-স্টার ম্যাচে না খেলে বিতর্কে মেসি, এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি
রিয়াল মাদ্রিদে ‘নতুন ১০’: এমবাপ্পের কাঁধে কিংবদন্তির জার্সির ভার
গ্যারি লিনেকারের পর রাশফোর্ডই হচ্ছেন দ্বিতীয় ইংলিশ খেলোয়াড়, যিনি স্পেনের বার্সেলোনায় খেলতে যাচ্ছেন। এই ঐতিহাসিক পদক্ষেপে রাশফোর্ড জানাচ্ছেন, বার্সেলোনায় যোগ দিয়ে তিনি রোমাঞ্চিত, বিশেষত এমন একটি দলে যোগ দিতে পেরে, যেখানে ইয়ামালের মতো দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় আছেন।
বার্সায় পা রাখতেই তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের প্রশংসা করলেন রাশফোর্ড। তার ভাষায়, “ও খুবই বিশেষ প্রতিভার অধিকারী। হয়তো সেরা নয়, তবে বিশ্বের সেরাদের একজন।” তিনি আরও যোগ করেন, “সেরাদের সঙ্গে খেলাটা সবসময়ই স্বপ্নের মতো। আমি আশাবাদী, তাদের সাহায্যে আমিও নিজের সেরাটা দিতে পারব।”
বার্সেলোনার জাপান সফরে অংশ নিতে খুব শীঘ্রই রওনা হবেন রাশফোর্ড। আগামী রোববার ভিসেল কোবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। এরপর দলটি দক্ষিণ কোরিয়ায় আরও প্রস্তুতির জন্য যাত্রা করবে তারা।
রাশফোর্ডের এই দলবদল শুধুই নতুন এক ঠিকানায় যাত্রা নয়, বরং নিজেকে নতুন করে প্রমাণ করার এক বিরল সুযোগ। কাতালোনিয়ার আকাশে ইংলিশ তারকার এই আলো কতটা দীপ্তি ছড়াতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ