Risingbd:
2025-11-02@21:07:50 GMT

হাল্ক হোগান মারা গেছেন

Published: 25th, July 2025 GMT

হাল্ক হোগান মারা গেছেন

তারকা রেসলার ও অভিনেতা হাল্ক হোগান মারা গেছেন। তার আসল নাম টেরি বোলিয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ জুলাই সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাড়িতে মারা যান হাল্ক হোগান। চিকিৎসকরা জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হাল্ক।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) ওয়েব সাইটে হাল্কের মত্যুর খবর জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি ডব্লিউডব্লিউই হল অব ফেমার হাল্ক হোগান মারা গেছেন। আশির দশকে ডব্লিউডব্লিউই-কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

আরো পড়ুন:

প্রভাবশালী রক তারকা ওজি ওসবার্ন মারা গেছেন

অসম বিয়ে: স্বামীর সঙ্গে শক্তিশালী সম্পর্কের মূলমন্ত্র জানালেন প্রিয়াঙ্কা

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হোগানের বাড়িতে ছুটে যান। ফায়ার ও রেসকিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

হাল্কের মৃত্যু নিয়ে গতকাল বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লিয়ারওয়াটার পুলিশ। এ সময় মেজর নেট বার্নসাইড বলেন, “হাল্ক সকাল ১১টা ১৭ মিনিটে মারা গেছেন। এটি কোনো হত্যাকাণ্ড নয়। সন্দেহজনক কার্যকলাপের কোনো চিহ্ন পাওয়া যায়নি।” 

১৯৫৩ সালের ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে জন্মগ্রহণ করেন হাল্ক হোগান। রেসলিং দুনিয়ার এই কিংবদন্তি আশির দশকে অভিনয়ে পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘রকি থ্রি’। ১৯৮২ সালে মুক্তি পায় এটি। ১৯৮৯ সালে ‘নো হোল্ডস ব্যারেড’ সিনেমায় অভিনয় করেন হাল্ক। এরপর ‘থান্ডার ইন প্যারাডাইজ’, ‘স্পাই হার্ড’, ‘দ্য আল্টিমেড উইপেন’ এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন হাল্ক। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ