Risingbd:
2025-07-29@20:15:02 GMT

হাল্ক হোগান মারা গেছেন

Published: 25th, July 2025 GMT

হাল্ক হোগান মারা গেছেন

তারকা রেসলার ও অভিনেতা হাল্ক হোগান মারা গেছেন। তার আসল নাম টেরি বোলিয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ জুলাই সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাড়িতে মারা যান হাল্ক হোগান। চিকিৎসকরা জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হাল্ক।

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) ওয়েব সাইটে হাল্কের মত্যুর খবর জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি ডব্লিউডব্লিউই হল অব ফেমার হাল্ক হোগান মারা গেছেন। আশির দশকে ডব্লিউডব্লিউই-কে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

আরো পড়ুন:

প্রভাবশালী রক তারকা ওজি ওসবার্ন মারা গেছেন

অসম বিয়ে: স্বামীর সঙ্গে শক্তিশালী সম্পর্কের মূলমন্ত্র জানালেন প্রিয়াঙ্কা

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হোগানের বাড়িতে ছুটে যান। ফায়ার ও রেসকিউ টিম তাকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

হাল্কের মৃত্যু নিয়ে গতকাল বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লিয়ারওয়াটার পুলিশ। এ সময় মেজর নেট বার্নসাইড বলেন, “হাল্ক সকাল ১১টা ১৭ মিনিটে মারা গেছেন। এটি কোনো হত্যাকাণ্ড নয়। সন্দেহজনক কার্যকলাপের কোনো চিহ্ন পাওয়া যায়নি।” 

১৯৫৩ সালের ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে জন্মগ্রহণ করেন হাল্ক হোগান। রেসলিং দুনিয়ার এই কিংবদন্তি আশির দশকে অভিনয়ে পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘রকি থ্রি’। ১৯৮২ সালে মুক্তি পায় এটি। ১৯৮৯ সালে ‘নো হোল্ডস ব্যারেড’ সিনেমায় অভিনয় করেন হাল্ক। এরপর ‘থান্ডার ইন প্যারাডাইজ’, ‘স্পাই হার্ড’, ‘দ্য আল্টিমেড উইপেন’ এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন হাল্ক। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

আহতদের চিকিৎসা দিয়ে ফিরে গেছে ভারতীয় চিকিৎসকরা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান শেষে দেশে ফিরে গেছে ভারতীয় চিকিৎসক দল।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত চার সদস্যের দলটি ঢাকা ছেড়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় গত ২৩ জুলাই বাংলাদেশে আসে এই চিকিৎসক দল।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে বহু মানুষ হতাহত হন। দুর্ঘটনার পরপরই ভারত বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে চিকিৎসা সহায়তার আশ্বাস দেয়। সেই পরিপ্রেক্ষিতেই বিশেষজ্ঞ চিকিৎসক দলটি বাংলাদেশে পাঠানো হয়।

ঢাকায় অবস্থানকালে ভারতীয় চিকিৎসক দলটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে একযোগে কাজ করে। তারা মাইলস্টোন দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় কারিগরি পরামর্শ প্রদান করেন এবং জটিল কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেন।

ভারতীয় চিকিৎসকরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গৃহীত চিকিৎসা পদ্ধতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে ইনস্টিটিউটের বার্ন কেয়ার ইউনিট ও ক্রিটিক্যাল কেস ম্যানেজমেন্টে বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করেন তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বাংলাদেশ যদি চায় তাহলে ভারত আরো চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত। প্রয়োজনে ভারতীয় হাসপাতালগুলোতেও চিকিৎসা ব্যবস্থার সুযোগ দেওয়া হবে।

ভারতীয় হাইকমিশন জানায়, দেশটির মেডিকেল টিমের এই সফর দুই দেশের মানুষের মধ্যকার পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফল।

ঢাকা/হাসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • আহতদের চিকিৎসা দিয়ে ফিরে গেছে ভারতীয় চিকিৎসকরা