রুটের পর ভারতকে রান পাহাড়ে চাপা দিচ্ছেন স্টোকস
Published: 25th, July 2025 GMT
দেড় শ রানের ইনিংসটি যখন ১২০ রান ছোঁয়, জো রুট তখন অন্য উচ্চতায়। একই দিনে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে পঞ্চম থেকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে যান দ্বিতীয় স্থানে। তাঁর সামনে এখন শুধু শচীন টেন্ডুলকার।
২৪৮ বলে ১৪ চারে রুটের ইনিংসটি রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হয়ে যখন থেমেছে, তখন তাঁর রান ছিল ১৫০। রুটের আউটের পর অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছে ইংল্যান্ড। আজ দ্বিতীয় দিনের খেলা তারা শেষ করেছে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪৪ রান তুলে। ভারতের চেয়ে ১৮৬ রানে এগিয়ে স্টোকসের দল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।