দিনাজপুরে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ
Published: 26th, July 2025 GMT
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা সরকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদ।
এসিএফ তানভীর ইসলাম নাহিদ শনিবার (২৬ জুলাই) দুপুরে জানান, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলার চরকাই রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বন বিটের চকনওদা রিজার্ভ ফরেস্ট মৌজার আমবাগান গ্রামে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ৮ একর জমি দখলমুক্ত করা হয়। জমিতে বৃক্ষরোপণ শুরু করা হয়েছে। ২০০ শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন, যৌথবাহিনী, চরকাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলী, ফারেস্টগার্ড ইয়াসিন আরাফাত প্রমুখ।
আরো পড়ুন:
চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি
নিম্নচাপের প্রভাবে উপকূলে থেমে থেমে বৃষ্টি
ঢাকা/মোসলেম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট