বন্দরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি
Published: 26th, July 2025 GMT
বন্দরে আসমত আলী নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাতানামা চোরেরা বসত ঘরের দরজা ও তালা ভেঙ্গে ভিতরে ঢুকে স্টীল আলমিরায় রক্ষিত নগদ সোয়া লাখ টাকা,৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, মূল্যবান মালামাল ও ফ্রিজে থাকা মাছ মাংসও নিয়ে যায়।
শুক্রবার রাত সোয়া ৮টায় থানার ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আসমত আলীর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ২৬ জুলাই বিকেলে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আসমত আলী সন্ধার পর তার ভাড়া বাসায় চলে যায় এবং তার স্ত্রী মমতাজ বেগম ও সন্তানরা তাদের এক অসুস্থ্য আত্নীয় দেখতে গেলে এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে অজ্ঞাতনামা চোরের রুমের রড দিয়ে দরজা ভেঙ্গে আমার বসত রুমে প্রবেশ করে স্টীলের আলমিরা ভেঙ্গে ১ লাখ ২৫ হাজার টাকা, ১টি ৮আনা স্বর্ণের চেইন, আলমারিতে থাকা মূল্যবান জামা-কাপড়, ফ্রিজ থেকে মাছ ও মাংস নিয়ে যায়।
রাত ৯টায় বাড়িতে গিয়ে ঘরের দরজার ও স্টীল আলমিরার তালা ভাঙ্গা দেখতে পান। পরে তাদের স্টীল আলমিরাতে রক্ষিত ১ লাখ ২৫ হাজার টাকা, ১টি ৮আনা স্বর্ণের চেইন, আলমারিতে থাকা মূল্যবান জামা-কাপড় এবং ফ্রিজে থাকা মাছ ও মাংস খোয়া দেখতে পান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আলম র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫