বন্দরে আসমত আলী নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাতানামা চোরেরা বসত ঘরের দরজা ও তালা ভেঙ্গে ভিতরে ঢুকে স্টীল আলমিরায় রক্ষিত নগদ সোয়া লাখ টাকা,৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, মূল্যবান মালামাল ও ফ্রিজে থাকা মাছ মাংসও নিয়ে যায়। 

শুক্রবার রাত সোয়া ৮টায় থানার ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আসমত আলীর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ২৬ জুলাই বিকেলে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, আসমত আলী সন্ধার পর তার ভাড়া বাসায় চলে যায় এবং তার স্ত্রী মমতাজ বেগম ও সন্তানরা তাদের এক অসুস্থ্য আত্নীয় দেখতে গেলে এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে অজ্ঞাতনামা চোরের রুমের রড দিয়ে দরজা ভেঙ্গে আমার বসত রুমে প্রবেশ করে স্টীলের আলমিরা ভেঙ্গে ১ লাখ ২৫ হাজার টাকা, ১টি ৮আনা স্বর্ণের চেইন, আলমারিতে থাকা মূল্যবান জামা-কাপড়, ফ্রিজ থেকে মাছ ও মাংস নিয়ে যায়। 

রাত ৯টায় বাড়িতে গিয়ে ঘরের দরজার ও স্টীল আলমিরার তালা ভাঙ্গা দেখতে পান। পরে তাদের স্টীল আলমিরাতে রক্ষিত ১ লাখ ২৫ হাজার টাকা, ১টি ৮আনা স্বর্ণের চেইন, আলমারিতে থাকা মূল্যবান জামা-কাপড় এবং ফ্রিজে থাকা মাছ ও মাংস খোয়া দেখতে পান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আলম র

এছাড়াও পড়ুন:

সূচকের বড় উত্থান, হাজার কোটি ছাড়াল লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ জুলাই) সূচকের বড় উতত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এ দিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। তবে তবে সিএসইতে লেনদেন কমেছে। 

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

৮ ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

নেগেটিভ ইক্যুইটি বিষয়ে কর্মপরিকল্পনা জমা দেওয়ার সময় বাড়াল বিএসইসি

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫০টি কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির।

এ দিন ডিএসইতে মোট ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮৩.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৮১.৭১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২০২ পয়েন্টে, শরিয়াহ সূচক ১১.৭৮ পয়েন্ট বেড়ে ৯৪৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৭৩.৬৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৮টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

সিএসইতে ১১ কোটি ৭৮লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ