নিউ ইয়র্কে হামলাকারী তার রোগের জন্য জাতীয় ফুটবল লীগকে দায়ী করেছে
Published: 29th, July 2025 GMT
নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে রাইফেল দিয়ে চারজনকে হত্যাকারী ব্যক্তি একটি চিরকুট বহন করছিলেন। ওই চিরকুটে তার মস্তিষ্কের অবক্ষয়জনিত রোগের জন্য জাতীয় ফুটবল লীগকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এ তথ্য জানিয়েছেন।
শেন তামুরা নামের ২৭ বছর বয়সী ওই হামলকারী লাস ভেগাসের বাসিন্দা। তার মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার শেন তামুরার বন্দুকধারীর গুলিতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তাসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত। ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ৬৩৪ ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিস রয়েছে। পরে ওই ভবনের ৩৩তম তলায় নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন শেন।
মেয়র জানান, তামুরা স্পষ্টতই ভুল লিফটে প্রবেশ করে এবং একটি রিয়েল এস্টেট কোম্পানি রুডিন ম্যানেজমেন্টের অফিসে গিয়ে কর্মচারীদের গুলি করে।
অ্যাডামস সিবিএস নিউজকে বলেন, “নোটটিতে ইঙ্গিত করা হয়েছিল, তামুরা অনুভব করেছিলেন যে তার সিটিই (ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি) আছে, যা কন্টাক্ট স্পোর্টসে অংশগ্রহণকারীদের জন্য একটি পরিচিত মস্তিষ্কের আঘাত। তিনি তার আঘাতের জন্য এনএফএলকে দায়ী করেছেন বলে মনে হচ্ছে।”
দীর্ঘস্থায়ী আঘাতমূলক এনসেফালোপ্যাথি একটি গুরুতর মস্তিষ্কের রোগ যার কোনও চিকিৎসা নেই। খেলাধুলার সময় মাথায় বারবার আঘাতের কারণে এটি হতে পারে। এটি আগ্রাসন এবং ডিমেনশিয়ার সাথে যুক্ত।
রয়টার্স জানিয়েছে, তামুরা কখনো এনএফএলের খেলোয়াড় ছিলেন না। তবে অনলাইন রেকর্ড দেখা গেছে, তিনি উচ্চ বিদ্যালয়ে খেলেছিলেন। তার মানিব্যাগে পাওয়া নোটে বলা হয়েছে যে তার মস্তিষ্কের আঘাতের কারণে তার ফুটবল ক্যারিয়ার সংক্ষিপ্ত হয়ে গেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য ফ টবল
এছাড়াও পড়ুন:
৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি
গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা।
প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।
হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”
আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।
ঢাকা/মোসলেম/এস