গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মোডে শিক্ষার্থীদের জন্য একাধিক নতুন সুবিধা
Published: 30th, July 2025 GMT
শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোডে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। সুবিধাগুলো চালুর পর এক ঘোষণায় গুগল জানিয়েছে, এখন থেকে কম্পিউটারে এআই মোড ব্যবহারকারী ব্যক্তিরা ছবি আপলোড করে সেই ছবির বিষয়ে প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারবেন। ফলে গণিতের জটিল সমস্যা সমাধানের পাশাপাশি কোনো উদ্ভিদের ছবি বা বস্তুর নির্দিষ্ট অংশ এআইয়ের সাহায্যে সহজেই বিশ্লেষণ করতে পারবেন শিক্ষার্থীরা। সুবিধাটি গত এপ্রিলে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এবার তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
গুগলের তথ্যমতে, নতুন সুবিধাগুলোর পাশাপাশি এআই মোডে শিগগিরই রিয়েল টাইম ক্যামেরা শেয়ারিং করা হবে। এ সুবিধা চালু হলে শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো ব্যক্তি স্মার্টফোনের ক্যামেরা চালু করে যেকোনো দৃশ্যের বিষয়ে মৌখিকভাবে প্রশ্ন করতে পারবেন। গুগলের বিদ্যমান ‘সার্চ লাইভ’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই সুবিধা পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এআই মোড ল্যাবসে নিবন্ধন করা ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন।
গুগল জানিয়েছে, ভবিষ্যতে এআই মোডে পিডিএফ ফাইল আপলোড এবং গুগল ড্রাইভ থেকে প্রয়োজনীয় নথি ড্রাগ করার সুবিধাও যুক্ত হবে। এতে শিক্ষার্থীরা তাঁদের নিজের সংরক্ষিত পাঠ্যসামগ্রী নিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতে পারবেন।
গুগল তাদের ক্রোম ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সারাংশ দেখার নতুন সুবিধাও চালু করতে যাচ্ছে। সুবিধাটি চালু হলে ব্রাউজারের ওয়েব ঠিকানা বারে ক্লিক করলে ‘আসক গুগল অ্যাবাউট দিস পেজ’ এমন একটি অপশন দেখা যাবে। ব্যবহারকারী সেটি নির্বাচন করলেই সংশ্লিষ্ট ওয়েবপেজের সারসংক্ষেপ ব্রাউজারের সাইডবারে দেখতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত নত ন স ব ধ এআই ম ড প রব ন
এছাড়াও পড়ুন:
নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন
অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই।
ব্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।
আরো পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ উদ্যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল।
বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।
ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন