হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম  এক দিনের জন্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার। 

শনিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। 

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার হিলি বন্দরে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ থাকবে। একদিন বন্ধের পর আগামীকাল রবিবার সকালে থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, “হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকে না। ভারতের সাথে এই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/মোসলেম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের স্যাইকেল র‌্যালি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে থানা সভাপতি মুহা আমির হামজা এর নেতৃত্বে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) সকালে আদমজী থেকে শুরু হয়ে চিটাগাং রোডে গিয়ে সাইকেল র‌্যালিটি শেষ হয়। 

র‌্যালি শেষে সংগঠনটির সভাপতি মুহা আমির হামজা বলেন, ১৯৯১ সালের ২৩ আগষ্ট প্রতিষ্ঠা হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তাই আগষ্ট মাস আমাদের কাছে প্রতিষ্ঠা

বার্ষিকীর মাস,সেই হিসেবে আমরা আজ ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই র‌্যালির আয়োজন করেছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুহা জুয়েল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাকিল,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা রহমতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহা ইয়াসিন আরাফাত, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা আবিদ হাসান সহ থানা ও ওয়ার্ড নেতৃত্ববৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বাধার পরও ভারতে রপ্তানি বেড়েছে
  • বঙ্গবন্ধুর স্মরণে শোকসভা, নরসিংদীতে আ.লীগ নেতা আটক
  • খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া
  • জাতীয় স্বার্থে সবাইকে ঐক‌্যবদ্ধ হ‌তে হ‌বে: জিএম কাদের
  • সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪৭০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি
  • অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
  • শ্রীপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে কাঙালিভোজের আয়োজন, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের স্যাইকেল র‌্যালি
  • হিলিতে আমদানিকৃত চাল খালাস করছেন না আমদানিকারকরা