নেইমারকে বাইরে রেখে ভিনিসিয়ুস ও রদ্রিগোকে ব্রাজিল দলে ফেরালেন আনচেলত্তি
Published: 2nd, October 2025 GMT
দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে চলতি মাসে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। গতকাল এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রকে জাতীয় দলে ফিরিয়েছেন ব্রাজিল কোচ।
২০২৬ বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করায় গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুসকে। তাঁর ক্লাব সতীর্থ রদ্রিগো রিয়ালে এ মৌসুমে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তাঁকে স্কোয়াডের বাইরে রেখেছিলেন আনচেলত্তি। প্রীতি ম্যাচে এই দুই তারকাকে তিনি জাতীয় দলে ফেরালেও নেইমারের অপেক্ষা শেষ হয়নি।
চোটের কারণে জাতীয় দলে ফেরার অপেক্ষা বাড়ল নেইমারের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়ানো হয়েছে। এই কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। সেই হিসেবে গত ১৫ আগস্ট এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কমিশনের কার্যক্রম শেষ না হওয়ায় এর আগে দুই দফায় এর মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। এখন তৃতীয় দফায় কমিশনের মেয়াদ ১৫ দিন বাড়াল সরকার।
আরো পড়ুন:
জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে
ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যে এসেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সই করা কথা রয়েছে।
ঢাকা/আসাদ/সাইফ