লামিনে ইয়ামালকে নিয়ে বার্সেলোনা ও স্পেনের দ্বন্দ্ব চরমে পৌঁছে গেছে। বার্সেলোনার পরিকল্পনা ছিল আন্তর্জাতিক বিরতির সময় ইয়ামালকে ‘আনফিট’ ঘোষণা করার। এর ফলে জাতীয় দলের হয়ে খেলার বদলে তাঁকে বিশ্রামে রাখা যাবে এবং সম্ভাব্য চোটের ঝুঁকিও এড়ানো যাবে। তবে বার্সেলোনার আপত্তির মধ্যেই ইয়ামালকে নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন।

দল ঘোষণার সময় হ্যান্সি ফ্লিকের করা সমালোচনার জবাবও দিয়েছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। ঘটনা অবশ্য এখানেই শেষ নয়। নতুন খবর হচ্ছে, দুই দল এবং দুই কোচের দ্বন্দ্বের মধ্যে নতুন করে কুঁচকিতে (মানুষের নিতম্ব বা কোমরের নিচের অংশে একটি হাড়) অস্বস্তি বোধ করছেন ইয়ামাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপার্তিভো জানিয়েছে, নতুন এই চোটে রোববার সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে বার্সার হয়ে তাঁর মাঠে নামা একরকম অনিশ্চিত। সর্বশেষ পিএসজির বিপক্ষে বার্সেলোনার হারা ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ইয়ামাল। তবে মাঠ ছাড়ার সময় খোঁড়াতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুনইয়ামালকে স্পেনের জন্য ছাড়বে না বার্সেলোনা০১ অক্টোবর ২০২৫

স্পেন জাতীয় দল নিয়ে ফ্লিকের সমালোচনার কারণ ছিল সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতি। সেবার স্পেনের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলতে ইয়ামালকে ব্যথানাশক নিতে হয়েছিল। এর ফলে তাঁর কুঁচকির পুরোনো সমস্যাটা আরও বেড়ে যায়। এরপর বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, হেতাফে ও রিয়াল ওভিয়েদোর বিপক্ষে লিগ ম্যাচ এবং নিউক্যাসলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল।

এ ঘটনার প্রতিক্রিয়ায় গত মাসে ফ্লিক বলেন, ‘সে জাতীয় দলের সঙ্গে ব্যথা নিয়ে খেলতে গিয়েছিল এবং কোনো অনুশীলনও করেনি। তারা তাকে খেলানোর জন্য ব্যথানাশক দিয়েছিল। দুই ম্যাচে সে ৭৩ ও ৭৯ মিনিট খেলেছে। এমনকি দুই ম্যাচের মধ্যে সে ট্রেনিংও করতে পারেনি। এটাকে খেলোয়াড়ের যত্ন নেওয়া বলে না। বিষয়টি নিয়ে খুবই হতাশ।’

এদিকে আজ স্পেন দল ঘোষণার সময় ফ্লিকের কথার জবাব দিয়েছেন দে লা ফুয়েন্তে। স্পেন কোচ বলেছেন, ‘(ফ্লিকের) ওই মন্তব্যে আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম। কারণ, তিনিও একসময় জাতীয় দলের কোচ ছিলেন। আমি ভেবেছিলাম, তাঁর সেই সহমর্মিতা থাকবে। আমি আবারও বলছি, তিনি (জাতীয় দলের) কোচ ছিলেন এবং জানেন খেলোয়াড়েরা কেমন আচরণ করে। তাই আমাকে সবচেয়ে অবাক করেছে এই বিষয়টা—একজন সাবেক কোচের কাছ থেকে এমন কথা শোনা।’

আরও পড়ুনইয়ামালের মায়ের সঙ্গে ডিনার করতে লাগবে ৪৭ হাজার টাকা১৮ ঘণ্টা আগে

এরপর ইয়ামালকে খেলানোর মরিয়া মনোভাবের কথা স্পেন কোচ প্রকাশ করেন এভাবে, ‘আমরা বিশ্বকাপের জন্য খেলছি, সেটাই আসল বিষয়। বাকিগুলো গুরুত্বপূর্ণ নয়।’

দুই কোচ এখন যতই কথার লড়াইয়ে নামুন, ইয়ামালের নতুন চোট দুজনের কপালেই চিন্তার ভাঁজ বাড়াবে। ইয়ামালের মতো ম্যাচ উইনারকে না পেলে অস্বস্তি নিয়েই যে ডাগআউটে দাঁড়াতে হবে ফ্লিক ও ফুয়েন্তেকে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ত য় দল র র সময়

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মাত্র তিন মাস ক্ষমতায় থাকার পর আজ শুক্রবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। ফলে আগামী বছরের শুরুতেই সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।

পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ একটি রাজকীয় অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের জন্য নতুন একটি নির্বাচন আয়োজন করতে এ পরিষদ ভেঙে দেওয়া হলো।

অনুতিন চার্নভিরাকুল চলতি মাসের শেষ দিকে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে পার্লামেন্ট ভাঙবেন না বলে ধারণা করা হচ্ছিল। তবে এর আগেই এ সিদ্ধান্ত এল। বিশেষত যখন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় নতুন করে প্রাণঘাতী সংঘর্ষ চলছে, ঠিক তখন এ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী।

অধ্যাদেশে বলা হয়েছে, একটি সংখ্যালঘু সরকার দেশ চালাচ্ছে। অভ্যন্তরীণ রাজনীতিতেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। সরকার দক্ষতা ও স্থিতিশীলতার সঙ্গে ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে উপযুক্ত সমাধান হলো প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে একটি সাধারণ নির্বাচন আয়োজন করা।

গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেন। এরপর ভুমজয়থাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।আরও পড়ুনথাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ডানপন্থী ধনকুবের অনুতিন০৫ সেপ্টেম্বর ২০২৫

থাইল্যান্ডের আইন অনুযায়ী, পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সেই হিসাবে আগামী বছরের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুতিন গতকাল বৃহস্পতিবার গভীর রাতে একটি ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে চান। এ পোস্ট থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তিনি পার্লামেন্ট ভেঙে দিতে যাচ্ছেন এবং জাতীয় নির্বাচনের পথ খুলছে।

গত সেপ্টেম্বরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেন। এরপর ভুমজয়থাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

আরও পড়ুনএকটি ফোনকল ফাঁস কীভাবে থাই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনে সর্বনাশ ডেকে আনল৩০ আগস্ট ২০২৫আরও পড়ুনকম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘাতে থাই সেনা নিহত, পাল্টা বিমান হামলা থাইল্যান্ডের০৮ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বিশৃঙ্খলতায় পণ্ড মেসিকে ঘিরে কলকাতার আয়োজন
  • টাইব্রেকারে দুটি শট আটকে ফারইস্টকে বিদায় করে এআইইউবিকে ফাইনালে তুললেন রাজীব
  • দেয়াল টপকে ভেতরে ঢুকে মাস্ক পরা যুবক, এরপর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন
  • চূড়ান্ত প্রতিবেদন দাখিল, জিয়া-জলিলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি
  • তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
  • কিংসের কাছে হেরে মোহামেডানের হতাশার সন্ধ্যা, মোজাফফরভের লাল কার্ড
  • হাদিকে গুলি: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
  • থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, জানুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা
  • রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা জানেন?
  • শত বছরের পুরোনো বিমানবন্দরে হচ্ছে ৩ হাজার কোটি ডলারের শহর