গাজীপুরের কালীগঞ্জে টানা আন্দোলনের কারণে স্বাস্থ্যসেবা খাতে অচলাবস্থা তৈরি হয়েছে। একই সময়ে দুই ভিন্ন বিভাগের কর্মবিরতিতে সাধারণ রোগী থেকে শুরু করে সেবাপ্রত্যাশী সবাই ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গত ৩০ নভেম্বর থেকে ধাপে ধাপে কর্মসূচি পালন করছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। গত ৩০ নভেম্বর প্রথমে দুই ঘণ্টা, এরপর ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পূর্ণদিবস ‘কমপ্লিট শাটডাউন’ কর্মবিরতি কর্মসূচি।

এ প্রসঙ্গে কথা হয় ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়কারী মো.

হাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘‘ধারাবাহিক কর্মসূচি থেকেও যখন কোনো সাড়া মিলছে না, তখন আমরা পুরো দিনের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য সব সেবা কার্যক্রম সীমিত রাখা হয়েছে।’’ দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

আন্দোলনে যোগ দিয়েছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত টেকনোলজিস্ট, ফার্মাসিস্টরাও। ফলে স্থানীয় পর্যায়ে পরীক্ষাসেবা, ওষুধ বিতরণ থেকে শুরু করে নিয়মিত অনেক কার্যক্রম কার্যত থমকে গেছে।

অন্যদিকে, নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা ২ ডিসেম্বর থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে রয়েছেন। তাদের এই কর্মসূচি চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

এফডব্লিউবি, এফডব্লিউএ এবং এফপিআই সমন্বিত পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “নিয়োগবিধি শতভাগ বাস্তবায়ন আমাদের ন্যায্য দাবি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সেই দাবিই তুলে ধরছি। সরকার দ্রুত সিদ্ধান্ত নিলে আমরা সেবায় ফিরতে প্রস্তুত।”

স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা জানান, কালীগঞ্জে চিকিৎসা ও পরিবার পরিকল্পনা দুই ক্ষেত্রেই একই সময়ে চলমান কর্মবিরতিতে জন ভোগান্তি চরমে উঠেছে। আন্দোলনকারীদের দাবি যেমন ন্যায্য, তেমনি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি। এখন প্রয়োজন দ্রুত সংলাপের মাধ্যমে সংকট নিরসন। না হলে স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা অচল হয়ে পড়বে।

কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুন বলেন, “দুই বিভাগের কর্মসূচি মিলিত হওয়ায় স্থানীয় পর্যায়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে। আশা করছি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান আসবে।”

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ জানান, সেবায় বিঘ্ন ঘটলেও জরুরি কার্যক্রম চালু আছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবিগুলো সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। সবাইকে আলোচনার টেবিলে ফিরতে অনুরোধ করেন তিনি। 

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা যেন স্থবির না হয় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রফিক//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড স ম বর

এছাড়াও পড়ুন:

নতুন প্রচারণা শুরু আকিজ সিমেন্টের

আকিজ সিমেন্টের দুই যুগে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটি ‘সিমেন্টে লোহার শক্তি’ স্লোগানে নতুন প্রচারণা শুরু করেছে। গত বুধবার নতুন এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে রাজধানীর র‍্যাডিসন হোটেলে গত বুধবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। আকিজ সিমেন্টের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন বলেন, ‘দুই যুগের এই যাত্রা আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। গ্রাহকের বিশ্বাস ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আকিজ সিমেন্ট সব সময় মানসম্মত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। “সিমেন্টে লোহার শক্তি” প্রচারণার মাধ্যমে আমরা পণ্যের মান, স্থায়িত্ব ও প্রযুক্তিগত উৎকর্ষ নতুনভাবে উপস্থাপন করতে চাই। ভবিষ্যতেও দেশের অবকাঠামো উন্নয়নে আকিজ সিমেন্ট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘আকিজ সিমেন্ট দুই যুগের সাফল্যময় যাত্রায় পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় ভোক্তা, পরিবেশক, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার অকুণ্ঠ সহযোগিতা, বিশ্বাস ও নিষ্ঠা আমাদের সাফল্যের মূল ভিত্তি। নতুন এই প্রচারণা আমাদের এই দৃঢ় অবস্থানকে আরও শক্তিশালী করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকিজ সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, আকিজ রিসোর্সের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, উপপ্রধান পরিচালন কর্মকর্তা সোহানুর রহমান, বিল্ডিং ম্যাটেরিয়ালসের প্রধান অর্থ কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ। এ সময় আকিজ সিমেন্টের পরিবেশক, প্রকৌশলী, আকিজ রিসোর্সের বিভিন্ন ব্যবসা ইউনিটের ঊধ্বর্তন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ