শরীয়তপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
Published: 21st, October 2025 GMT
শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকার ভাড়া বাসার খাটের উপরে পড়ে থাকা গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহকর্মী নাজমা বেগমের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক মাদবরের বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নাজমা বেগম নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রি এলাকার সেকেন্দার কাজীর মেয়ে।
আরো পড়ুন:
‘তুমি না মরলে আমি মাহীরের হব না’, বলেন বর্ষা
জোবায়েদ হত্যা: ছাত্রী বর্ষাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তাছাড়া তার ঘরের আলমারি খোলা ছিল এবং জিনিসপত্র সব এলোমেলো ছিল। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।’’
এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমা বেগমের তিন বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি ছেলে নিলয়কে নিয়ে আব্দুল মালেক মাদবরের বাসায় দোতলা ভাড়া নিয়ে বসবাস করতেন। ছেলে নিলয় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। আর নাজমা বেগম ভরণপোষণের জন্য অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
প্রতিদিনের মতো সকালে নিলয় বিদ্যালয়ে চলে গেলে নাজমা বেগম একাই বাসায় ছিলেন। স্কুল থেকে ছেলে দুপুরে ফিরে এসে মাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের উপর পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের বিষয়টি জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নাজমা বেগমের ভাই দ্বীন ইসলাম বলেন, ‘‘আমার বোনের কিছু স্বর্ণালঙ্কার কিছু দিন আগে বন্দক থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। সেই মালামাল বাসায় ছিল। কেউ আমার বোনকে ওই জিনিসের জন্য হত্যা করেছে।’’ তিনি বোনের হত্যাকারীদের বিচার চান।
বাসার মালিকের স্ত্রী নাজমুন নাহার বলেন, ‘‘উনি ভাড়াটিয়া হিসেবে খুব ভালো ছিলেন। বাসাবাড়িতে কাজ করে অনেক কষ্টে জীবনযাপন করতেন। তাকে হত্যা করে গলার, নাকের, হাতের সোনার জিনিস সব নিয়ে গেছে। তার মৃত্যু রহস্যজনক।’’
ঢাকা/আকাশ/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ন হত উদ ধ র গল য় ফ
এছাড়াও পড়ুন:
‘পাল্প ফিকশন’ অভিনেতার রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার
হলিউডের পার্শ্ব চরিত্রের জনপ্রিয় অভিনেতা পিটার গ্রিন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর। ‘পাল্প ফিকশন’ ও ‘দ্য মাস্ক’–এ খলচরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। গতকাল শুক্রবার নিউইয়র্ক সিটির লোয়ার ইস্ট সাইড এলাকার নিজ অ্যাপার্টমেন্টে তাঁর মরদেহ পাওয়া যায়। অভিনেতার ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেতার মৃত্যুর খবরটি প্রকাশ করে নিউইয়র্ক ডেইলি নিউজ।
গ্রেগ এডওয়ার্ডস জানান, গ্রিনের ফ্ল্যাটে টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গান বাজতে থাকায় সন্দেহ তৈরি হয়। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কয়েক দিন আগেই তিনি অভিনেতার সঙ্গে কথা বলেছিলেন বলে জানান এডওয়ার্ডস।
এনবিসি নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় গ্রেগ এডওয়ার্ডস বলেন, ‘খলচরিত্রে পিটার গ্রিনের মতো দক্ষ অভিনেতা খুব কমই ছিলেন। তবে পর্দার আড়ালে তিনি ছিলেন ভীষণ কোমল হৃদয়ের মানুষ। তাঁর হৃদয় ছিল অনেক বড়—যেটা অনেকেই জানতেন না।’
এখন পর্যন্ত পিটার গ্রিনের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
অভিনয়জীবন
১৯৯০ সালে একটি টেলিভিশন ক্রাইম সিরিজে অভিনয়ের মাধ্যমে পিটার গ্রিনের পর্দায় যাত্রা শুরু। ১৯৯২ সালে তাঁর প্রথম চলচ্চিত্র মুক্তি পায়। নব্বই দশকের শুরুতেই তিনি একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে আলাদা করে নজর কাড়েন।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য মাস্ক’ ছবিতে ভিলেন চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়। একই বছরে কোয়েন্টিন টারান্টিনোর কাল্ট ছবি ‘পাল্প ফিকশন’–এ তাঁর উপস্থিতি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলে।