ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে ময়মনসিংহ ফুলপুর সড়কের গোয়াতলা শশার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোয়াতলা এলাকার আমজত আলীর ছেলে শামসুল হক (৩০) ও আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহদী হামান বলেন, “গোয়াতলা শশার বাজার এলাকায় বাই রোড থেকে একটি মোটরসাইকেল ময়মনসিংহ ফুলপুর সড়কে উঠছিল। এসময় ঢাকা থেকে হালুয়াটগামী ইমাম পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।”

তিনি আরো বলেন, “মরদেহ দুটি প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পরিবারের দাবীর প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে বাস আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

ঢাকা/মিলন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় যুবক নিহত

নিহতরা হলেন- নেত্রকোণার কলমাকান্দা উপজেলার জয়নাল আবেদীনের ছেলে ট্রাক চালক আল-আমীন (২৮) ও ময়মনসিংহ সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে চালকের সহকারী মো. রাশেদ (৩০)।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপার হাসপাতালে আনার আগেই মারা যান।

ত্রিশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক তারেক হাসান জানান, ভোরে বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় একটি ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হন। স্থানীয় ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • ময়মনসিংহ নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক বৃদ্ধের মৃত্যু
  • ময়মনসিংহে চালকের গলা কেটে রিকশা ছিনতাই
  • শিশু ধর্ষণ চেষ্টা সন্দেহে বাকবিতণ্ডা, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
  • মর্গের ভেতর তরুণীর মরদেহকে ধর্ষণ, আদালতে লাশবাহকের স্বীকারোক্তি
  • ময়মনসিংহে কলেজছাত্র হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
  • ময়মনসিংহে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
  • ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও তাঁর সহকারী নিহত
  • ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২