ইবি প্রেসক্লাবের সভাপতি আবির, সম্পাদক নাজমুল
Published: 25th, October 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির হোসেন (দৈনিক যুগান্তর) এবং সাধারণ সম্পাদক চারুকলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাজমুল হুসাইন (ডিবিসি নিউজ) নির্বাচিত হয়েছেন।
আরো পড়ুন:
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
সাতক্ষীরায় সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অবস্থিত প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তোতা। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড.
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নুর আলম (নয়া শতাব্দী), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ ইব্রাহিম (সমকাল), দপ্তর সম্পাদক জিসান নজরুল (সময়ের আলো), কোষাধ্যক্ষ খাদেমুল ইসলাম ফরহাদ (সারাবাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন রাজা (সংবাদ), সাহিত্য ও সাংস্কতিক সম্পাদক আহমাদ গালিব (ডেইলি মেসেঞ্জার), ক্রীড়া সম্পাদক মানিক হোসেন (আলোকিত বাংলাদেশ)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কন্ঠ), আজাহারুল ইসলাম (জনকন্ঠ), আরিফ বিল্লাহ্ (দৈনিক শিক্ষা) ও ইরফান উল্লাহ (জাগো নিউজ)
নির্বাচন পরবর্তী দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি, তাদের দৃষ্টি শুধু বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার যোগ্যতা তারা অর্জন করবে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “তারা তথ্যানুসন্ধানমূলক ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব ইতিবাচক দিক ফুটিয়ে তুলবে।”
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অভিনয় শিল্পীদের সংগঠন ‘প্রিয়জন’ এর নতুন কমিটি
তরুণ অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন ‘প্রিয়জন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২০২৮ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অপু আহমেদ এবং সাধারণ সম্পাদক মহসীন পলাশ।
২০১৮ সালের ৫ জুন, মাত্র আটজন সদস্য নিয়ে সূচনা হয় সংগঠনটির। সেই ছোট পরিসর থেকেই আজ এটি প্রায় অর্ধশতাধিক সদস্যের প্রাণবন্ত পরিবারে পরিণত হয়েছে। সংগঠনটি দেশের স্বনামধন্য শিল্পী ক্লাবগুলোর আদলে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আরো পড়ুন:
‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর
একটা মানুষ কীভাবে এতটা সুখী হয়, জায়েদ খানকে নিয়ে জয়ের প্রশ্ন
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর মাসুদ, ওয়াহিদ ইকবাল মার্শাল ও ওয়াসিম যুবরাজ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় নাথ ও মিষ্টি মারিয়া।
সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এমরান হাশো, সহ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক আহমেদ সাজু, অনুষ্ঠান সম্পাদক জামাল রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামশেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমেদ ফারুক, স্বাস্থ্য সম্পাদক শামস আরফিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হেদায়েত নান্নু। এছাড়া কার্যনির্বাহী পরিষদে সাতজন সদস্য নির্বাচিত হয়েছেন।
‘প্রিয়জন’ সংগঠনের নেতারা জানিয়েছেন, অভিনয়শিল্পীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।
ঢাকা/রাহাত/শান্ত